সম্প্রতি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ড. মুহাম্মদ ইউনূসের আলোচিত ছবিটি বাস্তব নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ছবিটি সম্পর্কে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত সূত্রে এর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি। সূত্রপাত অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সর্বপ্রথম আজ (০৯ এপ্রিল) সকাল ১১টা ২২ মিনিটে ‘Heisenberg Smjb’ নামের একটি ফেসবুক আইডি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক গ্রুপ ‘Supporters of Bangladesh Awami League’-এ প্রকাশিত হয়।
আলোচিত ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি হওয়ার একাধিক লক্ষণ চোখে পড়ে। ছবিতে থাকা দুই ব্যক্তির ত্বক অস্বাভাবিকভাবে মসৃণ, ড. ইউনূসের দাঁতের গঠন অতিমাত্রায় সমান ও নিখুঁত, এবং বেনিয়ামিন নেতানিয়াহুর দুটি আঙুল অস্বাভাবিকভাবে একটির সঙ্গে আরেকটি লেগে আছে।
বিষয়টি আরও নিশ্চিত হতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম সাইটইঞ্জিনে পরীক্ষা করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

এছাড়া, আলোচিত ছবিটির পেছনে বাংলাদেশ ও ইসরায়েলের জাতীয় পতাকা দেখা যায়, যা সাধারণত রাষ্ট্রীয় বা কূটনৈতিক বৈঠকে ব্যবহৃত হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে এ ধরনের কোনো বৈঠকের তথ্য বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি। বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কও নেই। এমনকি বাংলাদেশ এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবেই স্বীকৃতি দেয়নি।
সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ড. ইউনূস ও বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ছবিকে বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s investigation.
- Analysis by Sighengine.