সম্প্রতি, উঁচুতে উঠানো মানুষের মুষ্টিবদ্ধ হাতের মত গাছের শীর্ষে থাকা একটি বেগুনের ছবি ইন্টারনেটে প্রচার করে দাবি করা হচ্ছে, এটি বেগুনের প্রতিবাদের দৃশ্য।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উঁচুতে উঠানো মানুষের মুষ্টিবদ্ধ হাতের মত বেগুনের ভাইরাল প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে ছবিটিতে কিছু অসামঞ্জস্যতা চোখে পড়ে- প্রথমত বেগুনের ছবিতে বৃদ্ধাঙ্গুলির মতো দেখতে অংশটুকুতে মানুষের আঙ্গুলের নকের সদৃশ দেখা যায়। দ্বিতীয়ত, মানুষের হাতে মরিচ দেখা যায় কিন্তু তিনি যদি মরিচ গাছের ছবি তুলতেন তাহলে বেগুন গাছ ফোকাস করতেন না। তৃতীয়ত, বেগুনটি স্বভাবিকভাবেই বড় দেখা যাচ্ছে কিন্তু এত বড় একটা বেগুন গাছের একদম শীর্ষে এভাবে উর্ধ্বমুখী হয়ে বেড়ে উঠার বিষয়টি স্বাভাবিক নয়। চতুর্থ, ছবিতে বিভিন্ন অংশের ছায়া দৃশ্যমান হলেও বেগুন ও বেগুনের গাছটি বা তার কোনো অংশের ছায়া দেখা যায়না।
পরবর্তীতে, আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ‘aniani2392’ নামের টিকটক অ্যাকাউন্টে একই বেগুনের ভিন্ন ব্যাকগ্রাউন্ডের একটি ছবি খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে অন্যান্য ফলের এমন আরও কিছু অস্বাভাবিক ছবি রয়েছে। যদিও অ্যাকাউন্টটিতে এসব ছবির বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
আমাদের প্রাথমিক পর্যবেক্ষণে ছবিগুলো এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বলে মনে হয়েছে।
এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য, রিউমর স্ক্যানার টিম ‘AI Classifier’ by Hive’’, ‘Is It AI?, Illuminarty নামের তিনটি ভিন্ন এআই ছবি ডিটেকশন টুল ব্যবহার করে জানতে পারে ছবিগুলো এআই দিতে তৈরি।
মূলত, উঁচুতে উঠানো মানুষের মুষ্টিবদ্ধ হাতের মত গাছের শীর্ষে থাকা একটি বেগুনের ছবি ইন্টারনেটে বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এই ছবি উক্ত দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি উচুঁতে উঠানো মানুষের মুষ্টিবদ্ধ হাতের মত দেখতে বেগুনের ছবিটিকে বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Tiktok: aniani2392
- Rumor Scaneer’s Own Analysis