পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচে দর্শকদের মারামারির দৃশ্যটি এশিয়া কাপের নয়

সম্প্রতি, “গতরাতে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচের পরে মারামারি। একটু উপভোগ করুন” শীর্ষক শিরোনামে একটি ছবিসহ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচে দর্শকদের মধ্যকার মারামারি ভিডিওটি এশিয়া কাপের নয় বরং এটি ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তান এবং পাকিস্তান এর দর্শকদের মধ্যে মারামারির একটি ভিডিও।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে, যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ‘The Sun’ এ ২০১৯ সালের ৩০ জুন প্রকাশিত “SHOCKING new footage of brawling cricket fans has emerged – as the ICC investigates the crowd chaos during Pakistan’s win over Afghanistan at Headingley” শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটিতে প্রকাশিত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে আরও জানা যায় যে, ২০১৯ সালে আইসিসি বিশ্বকাপে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ চলাকালে উভয় দলের দর্শকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে।

পাশাপাশি, ‘UNBOXING PH’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ২০১৯ সালের ৩০ জুন প্রকাশিত “Pakistan vs Afghanistan fight between fans during match” শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

এছাড়া, ভারতীয় গণমাধ্যম ‘News18’ এর ২০১৯ সালের ২৯ জুন “World Cup 2019 | Afghanistan and Pakistan Fans Clash During Game at Leeds” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায় যে, ২০১৯ সালের প্রতিবেশী দেশ আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা খেলার মাঠে এমনকি দর্শকসারি পর্যন্ত পৌঁছে যায়। 

অন্যদিকে, পাকিস্তানি সংবাদ মাধ্যম ‘The Dawn’ এ ২০১৯ সালের ২৯ জুন প্রকাশিত “Pakistan managed to keep their World Cup dream alive as they emerged victorious from a dramatic game against Afghanistan at Headingley on Saturday” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায় যে, ২০১৯ বিশ্বকাপের উক্ত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ ওভারে ২বল হাতে রেখে, তিন উইকেটের এক নাটকীয় জয়ের মাধ্যমে, সে বছরের বিশ্বকাপে পাকিস্তান তাদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সক্ষম হয়। 

তবে, ভারতীয় গণমাধ্যম ‘Indianexpress’ এ গত ৮ সেপ্টেম্বর প্রকাশিত “Watch: Pakistan-Afghanistan fans clash, damage Sharjah property after high octane Asia Cup match | Sports News,The Indian Express” শিরোনামের প্রতিবেদন থেকে জানা যায় যে, এশিয়া কাপে আফগানিস্তান বনাম পাকিস্তানের ম্যাচেও দুই দলের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। 

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচ শেষে উত্তপ্ত সমর্থক শারজা স্টেডিয়ামেরও ক্ষটি সাধন করে।

অর্থাৎ, এশিয়াকাপে আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচে দর্শকসারীতে উত্তেজনার ঘটনা ঘটলেও প্রচারিত আলোচিত ভিডিওটি এশিয়াকাপের নয়। ভিডিওটি, বিশ্বকাপ ক্রিকেট-২০১৯ এর আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচের।

মূলত, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচে, শেষ ওভারে তিন উইকেটে নাটকীয় জয় তুলে নেয় পাকিস্তান। বিরোধপূর্ন রাজনৈতিক অবস্থানের এই দুই প্রতিবেশী দেশের মধ্যকার উত্তেজনা বহু পুরনো। এই অস্থিরতা মাঠ ছেড়ে দর্শকসারিতে গড়ালে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় ওই দিন। এশিয়া কাপে-২০২২ এর আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচে একই ঘটনার পুনরাবৃত্তি হলেও, প্রচারিত ভিডিওটি এশিয়া কাপের নয়।  ২০১৯ সালে ঘটিত পাকিস্তান এবং আফগানিস্তানের দর্শকদের মধ্যকার মারামারির ঘটনাকে সম্প্রতি অনুষ্ঠিত এশিয়াকাপে আফগানিস্তান বনাম পাকিস্তান ম্যাচের মারামারির ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়াকাপ-২০২২ এর পাকিস্তান বনাম আফগানিস্তানের ম্যাচে আফগানিস্তানকে ১উইকেটে হারায় পাকিস্তান।

সুতরাং, ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তান এবং পাকিস্তান এর দর্শকের মারামারির ভিডিওকে এশিয়া কাপে আফগানিস্তান এবং পাকিস্তান সমর্থকদের মারামারির ভিডিও দাবিতে প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img