টাইম ম্যাগাজিনের ভুয়া সূত্রে কোটা সংস্কার আন্দোলনে ৩২০৪ জন পুলিশ নিহতের গুজব

 গত জুলাই ও আগস্টে কোটা সংস্কার দাবিতে  শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অসংখ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছেন।

এরই প্রেক্ষিতে, ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের দ্বারা ৩২০৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন শীর্ষক একটি দাবি যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক  ম্যাগাজিন টাইম এর বরাতে ইন্টারনেট প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন, এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন, এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের দ্বারা ৩২০৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন শীর্ষক কোনো তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক ম্যাগাজিন ‘টাইম’ প্রকাশ করেনি এবং অন্য কোনো গণমাধ্যমও এমন তথ্যে কোনো সংবাদ প্রকাশ করেনি বরং, কোনোপ্রকার তথ্য প্রমাণ ছাড়াই এই মনগড়া তথ্যটি টাইম ম্যাগাজিনের বরাতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। শুরুতে বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটে গত ০৫ অক্টোবর “বাংলাদেশে ছাত্র আন্দোলনে ৬৫০ জন নিহত, প্রাথমিক প্রতিবেদনে জাতিসংঘ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়। 

উক্ত প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩২ শিশুসহ ৬৫০ জন নিহতের তথ্য উল্লেখ করা হয়। তবে, পুলিশ নিহতের নিদিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি। 

পরবর্তীতে “During the student movement in Bangladesh, 3204 police offises were killed” শীর্ষক শিরোনামে টাইম ম্যাগাজিনের কথা উল্লেখ করে একটি প্রতিবেদনের কথা বলা হয়। তবে, অনুসন্ধানে টাইম ম্যাগাজিন এর ওয়েবসাইটে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য, গত ১৮ আগস্ট পুলিশের সদরদপ্তরের মিডিয়া বিভাগ থেকে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত ৪৪ পুলিশ নিহতের তথ্য জানানো হয়। 

সুতরাং, টাইম ম্যাগাজিনের বরাতে প্রচারিত ‘ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের দ্বারা ৩২০৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন’ শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img