সম্প্রতি, “ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন।….ওনার নাম আব্দুর রহমান।” শীর্ষক শিরোনামে একটি ছবি সংযুক্ত করে আব্দুর রহমান নামের এক ব্যক্তির জন্য মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আব্দুর রহমান নামে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে রোগাক্রান্ত বাংলাদেশের কোনো ব্যক্তির নয় বরং ছবিটি বিগত পাঁচ বছর ধরে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, ভারত হতে পরিচালিত ‘ਮੁਰੰਮਤ Repair’ নামের একটি ফেসবুক পেজে ২০১৭ সালের ২৬ জুলাই “ਪਿੰਡ ਅਜਿੱਤ ਗਿੱਲ (ਜੈਤੋ) ਬਲਜਿੰਦਰ ਸਿੰਘ (35)ਪੁੱਤਰ ਸੋਹਣ ਸਿੰਘ ਦੀਆਂ ਦੋਵੇਂ ਲੱਤਾਂ ਤੇ ਇਕ ਬਾਂਹ ਕਰੀਬ ਦੋ ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ ਅਚਾਨਕ ਰੇਲ ਗੱਡੀ ਹੇਠਾਂ ਆਉਣ ਨਾਲ ਕੱਟੀਆਂ ਗਈਆਂ ਸਨ। (অনুবাদ- গ্রামের অজিত গিল (জাইতো) বলজিন্দর সিং (৩৫) সোহান সিংয়ের ছেলে, প্রায় দুই মাস আগে হঠাৎ ট্রেন লাইনচ্যুত হয়ে একটি পা ও একটি হাত কেটে ফেলা হয়)” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফেসবুক পোস্টে কথিত আব্দুর রহমানের একই ছবি খুঁজে পাওয়া যায়।
মূলত, ইন্টারনেট থেকে এই রোগাক্রান্ত ব্যক্তির ছবি সংগ্রহ করে এর সাথে দেশীয় নাম, ঠিকানা ও ভিন্ন নাম ব্যবহার করে সম্প্রতি ভিন্ন ভিন্ন বিকাশ, নগদ ও রকেট নাম্বার ব্যবহার করে সামাজিক মাধ্যমে আর্থিক সাহায্যের আবেদন প্রচার করা হচ্ছে। অন্যদিকে, আব্দুর রহমান নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে উল্লিখিত নাম্বারে (01738635664, 01778954133) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
ছবিটির প্রকৃত ঘটনা এবং প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত তথ্য ইন্টারনেটে খুঁজে না পাওয়া গেলেও এই বিষয়টি নিশ্চিত যে এটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রোগাক্রান্ত কোনো ব্যক্তির ছবি নয়।
তবে, বর্তমানে বাংলাদেশের কুমিল্লা কান্দিরপাড় এলাকায় আব্দুর রহমান নামে কোনো ব্যক্তি রোগাক্রান্ত কিনা কিংবা তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন কিনা তা আলাদা করে যাচাই করে দেখা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
অর্থাৎ, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ইন্টারনেট থেকে সংগৃহীত মুমূর্ষু অবস্থায় তোলা এক ব্যক্তির পুরোনো একটি ছবি বর্তমানে বাংলাদেশের কুমিল্লা কান্দিরপাড় এলাকার রোগাক্রান্ত ব্যক্তি আব্দুর রহমান দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন।….ওনার নাম আব্দুর রহমান
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- ਮੁਰੰਮਤ Repair Facebook Post: https://www.facebook.com/1431082253798691/posts/3140699392836960