শুক্রবার, মে 23, 2025

২০২৩ সালের বাংলাদেশের ভিন্ন ঘটনার ভিডিওকে ভারতের মুসলিম নির্যাতনের ঘটনা দাবিতে প্রচার

সম্প্রতি, ভারতের পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মুসলিমদের লক্ষ্য করে তাণ্ডব চালাচ্ছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের নির্যাতনের কোনো ঘটনা নয় বরং, ভিডিওটি বাংলাদেশের, যা ২০২৩ সালের ২৬ নভেম্বর অবরোধের সমর্থনে সিলেটে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিলের সময়ে ধারণকৃত।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Voice of Golapganj’ নামক একটি ফেসবুক পেজে ২০২৩ সালের ২৭ নভেম্বর ‘সিলেটে সিএনজি অটোরিকশা-এ্যাম্বুলেন্সে আ*গু*ন-ভাঙ-চু-র করলো বিএনপি…’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর ভাঙচুরের দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

এছাড়াও, মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ইউটিউব চ্যানেলেও ২০২৩ সালের ২৭ নভেম্বর উক্ত ঘটনার একটি ভিডিও পাওয়া যায়।

 গণমাধ্যমটির ওয়েবসাইটে ২০২৩ সালের ২৭ নভেম্বর ‘সিলেটে অবরোধের সমর্থনে মশালমিছিল, যানবাহনে আগুন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ২৬ নভেম্বর অবরোধের সমর্থনে সিলেটে মশালমিছিল করে বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি সিলেটের সুবিদবাজার মোড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও পাঠানটুলা এলাকার দিক থেকে আম্বরখানাগামী একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয়।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি বাংলাদেশের এবং উক্ত ঘটনার সাথে কোনো সাম্প্রদায়িক সংযোগও নেই। 

সুতরাং, বাংলাদেশের সিলেটের ২০২৩ সালের রাজনৈতিক ঘটনাকে সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের নির্যাতনের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img