সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস দাবিতে ‘যুদ্ধের সময় ডঃ ইউনুস’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূস নন বরং, কাদেরিয়া বাহিনীর সাবেক প্রশাসক আবু মোহাম্মদ এনায়েত করিমের ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদপত্র এপি এর ভিডিও আর্কাইভ বিষয়ক ইউটিউব চ্যানেল AP Archive এ ‘SYND 21-1-72 BANGLADESH GUERRILLA FIGHTERS GIVE UP ARMS IN DHAKA’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য রয়েছে৷ ভিডিওটির ০২:১৫ থেকে ০২:২২ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে৷
এছাড়া, Footage of Bangladesh Liberation War 1971 -মুক্তিযুদ্ধের ফুটেজ নামক ফেসবুক পেজে ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত পোস্টে একটি ছবি খুঁজে পাওয়া যায়৷

উক্ত ছবির বিবরণী থেকে জানা যায়, ছবিতে একজন মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণদানকারী ব্যক্তির নাম এ.এম এনায়েত করিম এবং তিনি কাদেরিয়া বাহিনীর প্রশাসক ছিলেন৷ ছবিটিতে পেছনে দাঁড়িয়ে আছেন কাদেরিয়া বাহিনীর প্রধান কাদের সিদ্দিকী৷
উক্ত ফেসবুক পোস্টে আরেকটি ছবি খুঁজে পাওয়া যায়, ছবিটির সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে৷

ছবিটির বিবরণী থেকে জানা যায়, ১৯৭২ সালে টাঙ্গাইলের বিন্দুবাসিনী স্কুলের মাঠে কাদেরিয়া বাহিনীর লক্ষাধিক অস্ত্র জমাদান অনুষ্ঠানে বাহিনীর প্রধান কাদের সিদ্দিকীর সাথে এ.এম এনায়েত করিম ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের ছবিটি ধারণ করা হয়৷ পূর্বের ছবিটির আলোকে বলা যায়, উক্ত ছবিতে বাম থেকে তৃতীয় ও কাদের সিদ্দিকীর পেছনে স্লোগানদাতা ব্যক্তি এ.এম এনায়েত করিম৷
উল্লেখ্য, পোস্টের ছবিগুলো এ.এম.এনায়েত করিমের সন্তান মাহদি হোসেন শৈবালের ফেসবুক অ্যাকাউন্টে ‘My Father A.M.Enayet Karim & Liberation War of Bangladesh 1971’ নামক এলবামে ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত পোস্ট থেকে সংগ্রহ করা হয়েছে৷

ইংরেজি দৈনিক ডেইলি স্টার এবং বাংলা নিউজ টোয়েন্টিফোরের অনলাইন সংস্করণে প্রকাশিত ভিন্ন দুটি প্রতিবেদনে কাদেরিয়া বাহিনীর সাবেক প্রশাসক হিসেবে আবু মোহাম্মদ এনায়েত করিম বা এ.এম এনায়েত করিমের নাম উল্লেখ করা হয়েছে৷

সুতরাং, মুক্তিযুদ্ধকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস দাবিতে কাদেরিয়া বাহিনীর সাবেক প্রশাসক এ.এম এনায়েত করিমের ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা৷
তথ্যসূত্র
- AP Archive – SYND 21-1-72 BANGLADESH GUERRILLA FIGHTERS GIVE UP ARMS IN DHAKA
- Footage of Bangladesh Liberation War 1971 -মুক্তিযুদ্ধের ফুটেজ – Facebook Post
- Mahdi Husain Sshaibal – Facebook Post
- The Daily Star – মুক্তিযুদ্ধের ‘কাদেরিয়া বাহিনী’র অস্ত্র সমর্পণের সুবর্ণজয়ন্তী
- Bangla News 24 – টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর অনুষ্ঠানে মন্ত্রী ও কেন্দ্রীয় আ.লীগ নেতা