মোদী সম্পর্কে শিশুর মন্তব্য সম্পাদনা করে শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য দাবিতে প্রচার

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহ এবং সরকার পতনের ‘এক দফা’ দাবির মধ্যে হিন্দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ইন্টারনেটে এক শিশুর মন্তব্য প্রচার করা হয়েছে।

শেখ হাসিনা

ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউব: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত-সংঘর্ষ ও নানা ঘটনাপ্রবাহের মধ্যে ইন্টারনেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে হিন্দিতে এক শিশুর মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি বিকৃত। প্রকৃতপক্ষে শিশুটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে মন্তব্য করেছিলেন। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে অডিওতে ‘মোদী’ এর জায়গায় শেখ হাসিনা এর নাম জুড়ে দেওয়া হয়েছে।

সুতরাং, হিন্দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এক শিশুর মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।

বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img