সম্প্রতি, “রমজান উদযাপনে বিনামূল্যে 50 GB ইন্টারনেট” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় যে, রমজান উপলক্ষে ৫০ জিবি ফ্রি ইন্টারনেট অফার লিংকটি ভুয়া এবং উক্ত পদ্ধতি ব্যবহার করে ৫০ জিবি ইন্টারনেট পাওয়ার বিষয়টিও মিথ্যা।
লিংকটিতে ঢুকলে প্রথমেই বিনামূল্যে ইন্টারনেট নেওয়ার জন্য একটি অপশন আসে এবং তারপর মোবাইল নাম্বর দিতে হয়। মোবাইল নম্বর দেওয়ার পর তারা আরও কিছু ধাপ অনুসরণ করার নির্দেশ দেয়। ওই ধাপগুলো অনুসরণ করলে ৫ মিনিটের মধ্যে ৫০ জিবি ফ্রি ইন্টারনেট অফারের কনফার্মেশন মেসেজ পাওয়া যাবে বলে ওয়েবসাইটটি জানান দেয়।
মোবাইল নম্বর দেওয়ার পর ৫০ জিবি ইন্টারনেট ফ্রি পেতে হলে এই লিংকটি হোয়াটস অ্যাপে এবং ফেসবুক মেসেঞ্জারে ১২ জন বন্ধুকে পাঠাতে বলা হয়।
অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার তাদের সকল নির্দেশনা অনুসরণ করেছে। কিন্তু কোনো ধরণের ইন্টারনেট অফার পাওয়া যায়নি। শেয়ারকৃত ১২ জনও সকল নির্দেশনা অনুসরণ করেছে, তবে সেই ১২ জনের কেউই ৫০ জিবির ইন্টারনেটের এই ফ্রি অফারটি পায়নি।
মূলত, ওয়েবসাইটটি নিজেদের প্রচারণার স্বার্থে রমজান উপলক্ষে ৫০ জিবি ইন্টারনেটের প্রলোভন দেখিয়ে এই লিংকটি ছড়াচ্ছে।
উল্লেখ্য, এ ধরণের স্ক্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক, ব্যক্তিগত তথ্য চুরি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অনলাইন নিরাপত্তাকে বিঘ্নিত করার নজির রয়েছে।
প্রসঙ্গত, পূর্বেও নববর্ষ উপলক্ষ্যে বিনামূল্যে ৫০ জিবি ইন্টারনেটের অফার, দারাজের নাম ব্যবহারে ৩০ জিবি ফ্রি ইন্টারনেট এবং হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫০ জিবি ফ্রি ইন্টারনেট শীর্ষক একাধিক মিথ্যা তথ্য শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, রমজান উপলক্ষে ৫০ জিবি ফ্রি ইন্টারনেট শীর্ষক ক্যাম্পেইন লিংকটি সম্পূর্ণ ভূয়া এবং উক্ত পদ্ধতি ব্যবহারে ৫০ জিবি ইন্টারনেট পাওয়ার তথ্যটিও মিথ্যা।
তথ্যসূত্র
- রিউমর স্ক্যানার টিমের নিজস্ব অনুসন্ধান