সম্প্রতি “আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা হিমালয় পর্বতমালা” শিরোনামে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচ্য ছবিটি মহাকাশ স্টেশন থেকে তোলা হিমালয় পর্বতমালার কোন ছবি নয় বরং এটি একটি থ্রিডি (3D) কম্পিউটার আর্টওয়ার্ক।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ফটো মার্কেটপ্লেস ওয়েবসাইট পিক্সেলস এ মূল ছবিটি খুঁজে পাওয়া যায় যেখানে ছবিটির বিবরণীতে লেখা রয়েছে ‘এটি হিমালয়ের একটি থ্রিডি কম্পিউটার আর্টওয়ার্ক এবং এর শিল্পী Christoph Horman’।
মূলত, Christoph Hormann একজন ডিজিটাল ইলাস্ট্রেটর এবং থ্রি ডাইমেনশনাল রেন্ডারিং সফটওয়্যার প্রযুক্তির মাধ্যমে তিনি হিমালয়ের এই ডিজিটাল ছবিটি তৈরি করেছেন। তার তৈরি ওয়েবসাইট Views of the Earth এ ছবিটি খুঁজে পাওয়া যায়, সেখানে ছবিটির নিচে “Copyright © 2006 by Christoph Hormann” লেখা রয়েছে।
এছাড়াও ২০১৮ সালের ৫ অক্টোবরে তিনি বিজ্ঞান ভিত্তিক ছবি ও ভিডিও মার্কেটপ্লেস ‘সাইন্স ফটো লাইব্রেরি’ ওয়েবসাইটেও ছবিটি প্রকাশ করেন এবং সেখানেও ছবিটির বিবরণীতে এটিকে আর্টওয়ার্ক হিসেবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সামাজিক মাধ্যমে ছড়ানো পোস্টগুলোতে মূল ছবিটিকে ঘড়ির কাঁটার বিপরীতে ৯০° (ডিগ্রি) ঘুড়িয়ে সম্পাদনের মাধ্যমে প্রচার করা হচ্ছে।
অর্থাৎ, একটি থ্রিডি কম্পিউটার আর্টওয়ার্ককে মহাকাশ স্টেশন থেকে তোলা হিমালয় পর্বতমালার ছবি দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা হিমালয় পর্বতমালা
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]