নারায়নগঞ্জে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়

সম্প্রতি, ’নারায়ণগঞ্জের রুপগঞ্জে বিএনপি অফিসে আগুন’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই পোস্টটি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এছাড়া সাম্প্রতিক সময়ে নারায়নগঞ্জের রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে  ২০২৪ সালের অক্টোবরে নারায়নগঞ্জের রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগের ঘটনা নিয়ে একাত্তর টেলিভিশনে প্রচারিত সংবাদের একটি অংশ কাট করে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওতে থাকা বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম একাত্তর টিভির লোগোর সূত্র ধরে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যমটি ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৮ অক্টোবর ‘মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা | News | Ekattor TV’ শীর্ষক  শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১৮ সেকেন্ড অংশ থেকে ২৪ সেকেন্ড অংশের সাথে সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ ডটকমের ওয়েবসাইটে ২০২৪ সালের ৭ অক্টোবর “রূপগঞ্জে মধ্যরাতে বিএনপি কার্যালয়ে আগুন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ০৬ অক্টোবর মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় অবস্থিত মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। সেসসময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন গণমাধ্যমে বলেন, রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। এতে কার্যালয়ে থাকা চেয়ার-টেবিলসহ ফ্যান পুড়ে গিয়েছিল। খবর পেয়ে ভোর ৪টার দিকে নেতাকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন।

সুতরাং, ২০২৪ সালে নারায়নগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনাকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img