গত ৬ মে পাকিস্তানশাসিত কাশ্মীরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারত দাবি করে, ‘অপারেশন সিঁদুর’ নামে এক অভিযানে তারা জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তইয়েবার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই ঘটনার প্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম আন-হার্ডের সম্পাদক স্যালি চ্যাটারটনের একটি মতামতের অনুবাদে “ভারতের হামলার পর পাকিস্তানের পাল্টা হামলায় বিধ্বস্ত ভারতীয় যুদ্ধযান। ৭ মে, ২০২৫।” শীর্ষক ক্যাপশনে একটি ছবি প্রচার ব্যবহার করা হয়েছে।

প্রথম আলোর উক্ত ছবি সম্বলিত লেখাটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় বরং ২০১৯ সালে ভারতের কাশ্মীরে দেশটির বিমানবাহিনীর বিমান ভূপাতিত হওয়ার ঘটনার ছবিকে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতের ছবি দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রথম আলোয় উক্ত প্রকাশিত উক্ত ছবিতে চায়না ডেইলি নামক সংবাদমাধ্যমকে সূত্র হিসেবে দেখানোর প্রেক্ষিতে ফেসবুকে একই নামের একটি পেজে একই ছবি খুঁজে পাওয়া যায়। চীন সরকার দ্বারা নিয়ন্ত্রিত এই ফেসবুক পেজটিও একই দাবিতে ছবিটি প্রচার করছে।

অনুসন্ধানে ছবি স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক উদ্যোগ অ্যালামীর ওয়েবসাইটে ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারির তারিখে একই ছবির সন্ধান মেলে।

ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভারতের কাশ্মীরের শ্রীনগর শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দক্ষিণে গ্যারেন্ড কালান গ্রামে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর জনগণ এবং সেনাবাহিনী ধ্বংসাবশেষের কাছে জড়ো হওয়ার সময়ের ছবি এটি। এমআই-১৭ জেট বিমানটি ২৭ ফেব্রুয়ারি বিধ্বস্ত হওয়ার পর বিমান বাহিনীর একজন পাইলট এবং একজন সহ-পাইলট নিহত হন।
গেটি ইমেজে একই ঘটনার আরো ছবি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটিতে এ সংক্রান্ত ছবিগুলোর বিষয়ে বলা হয়েছে, জেটটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট এবং একজন সহ-পাইলট নিরাপদে বেরিয়ে আসতে ব্যর্থ হওয়ার কারণে মারা যান, অন্যদিকে দুর্ঘটনার সময় এলাকায় উপস্থিত কিফায়াত হোসেন নামে একজন স্থানীয় বাসিন্দাও নিহত হন। পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলার প্রতিক্রিয়ায় ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানি ভূখণ্ডের ভিতরে কথিত জঙ্গি শিবিরে হামলা চালানোর দাবি এবং বুধবার পাকিস্তান দুটি অনুপ্রবেশকারী ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার এবং দুই পাইলটকে আটক করার দাবি করার পর এই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সুতরাং, ২০১৯ সালে ভারতের কাশ্মীরে দেশটির বিমানবাহিনীর বিমান ভূপাতিতের ছবিকে সাম্প্রতিক পাক-ভারত সংঘাতের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।