সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ওয়েবসাইটে সিঙ্গাপুরে জঙ্গি হামলার অভিযোগে ৮ বাংলাদেশি আটকের একটি সংবাদের স্ক্রিনশট পোস্ট করে দাবি করা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অনুসারীরা সারা বিশ্বে তাদের সহিংসতা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে তাদের প্রভাব বিশ্বে ভয়াবহ হবে।

উক্ত দাবিতে এক্সের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ৮ বাংলাদেশি আটকের ঘটনাটি সাম্প্রতিক কোনো সময়ের নয় বরং ২০১৬ সালের বিবিসির এই সংবাদকে সাম্প্রতিক দাবিতে প্রচার করে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত পোস্টগুলোতে থাকা বিবিসির স্ক্রিনশটের সূত্রে গণমাধ্যমটির ওয়েবসাইটে এ সংক্রান্ত সংবাদটি খুঁজে বের করে রিউমর স্ক্যানার৷ ২০১৬ সালের ০৩ মে Singapore arrests eight Bangladeshis accused of terror plot শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি থেকে জানা যায়, সে বছরের এপ্রিলে দেশে ফিরে গিয়ে গুপ্তহত্যাসহ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে আট বাংলাদেশিকে আটক করা হয়। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ব্যক্তি একটি গোপন দলের সদস্য। গত মার্চে সিঙ্গাপুরে রহমান মিজানুর নামের এক বাংলাদেশি একটি গোপন সংগঠন গড়ে তোলেন। নাম দেন ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি)। আটক হওয়া ব্যক্তিরা এই সংগঠনের সদস্য।

বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলোর সে সময়ের এক প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যাচ্ছে।
অর্থাৎ, সাম্প্রতিক পোস্টগুলোতে যে সংবাদের স্ক্রিনশট দিয়ে বর্তমান সরকারের সমালোচনা করা হচ্ছে সে সংবাদটি মূলত ২০১৬ সালের ঘটনার। সে সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল।
সুতরাং, ২০১৬ সালে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে ৮ বাংলাদেশি আটকের ঘটনাকে সাম্প্রতিক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।