সম্প্রতি “আগামী ৩০/০৫/২০২২ তারিখ হতে ১০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ” শীর্ষক দাবিতে বাংলাদেশের ব্যাংকের কথিত বিজ্ঞপ্তির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত কিছু পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি এ ধরণের কোনো বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংক হতে জারি করা হয়নি বরং কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যতীত উক্ত তথ্যটি ২০২০ সাল হতে বিভিন্ন সময় ফেসবুকে প্রচার হয়ে আসছে।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় মূল ধারার গণমাধ্যম ‘ডেইলি স্টার’ এর বাংলা সংস্করণে (অনলাইন) আজ ১১ মে “১ হাজার টাকার লাল নোট বাতিলের খবর গুজব: বাংলাদেশ ব্যাংক” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এছাড়াও, দেশীয় মূলধারার সংবাদমাধ্যম ‘প্রথমআলো’ এর অনলাইন সংস্করণে আজ ১১ মে “এক হাজার টাকার ‘লাল নোট’বাতিলের খবর সত্য নয়” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
মূলত, আগামী ৩০/০৫/২০২২ তারিখের পর হতে ১০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল বলে গণ্য হবে দাবিতে কৃষি ব্যাংকের জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকী বাজার শাখা ব্যবস্থাপক মোঃ একাব্বর আলীর স্বাক্ষর সম্বলিত একটি কথিত বিজ্ঞপ্তির ছবি সম্বলিত সম্বলিত একটি তথ্য সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত তথ্যটিকে গুজব বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট আগামী ৩০-০৫-২০২২ তারিখের নোট অচল বলে গণ্য হবে মর্মে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মে গুজব/বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে যা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে। এক্ষণে, জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি। তদ্ প্রেক্ষিতে, জনসাধারণকে উক্ত গুজব/বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি মাসেও ১০০০ টাকার লাল নোট প্রত্যাহারের গুজব ছড়িয়েছিলো। সেসময় গুজবে কান না দিতে তফসিলি ব্যাংকগুলোকে চিঠি দিয়ে সর্তক করেছিলো বাংলাদেশ ব্যাংক।
সুতরাং, বাংলাদেশ ব্যাংকের নামে তৈরিকৃত একটি ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী মাস হতে ১০০০ টাকা মূল্যমানের লাল রঙের নোট অচল বলে গণ্য হবে দাবিতে একটি তথ্য সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।