ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের মন্তব্য দাবী করে সোশ্যাল মিডিয়ায় গুজব ভাইরাল

“প্রেম করে শারিরীক মিলন করবে পরে মনের মিল না হলে বলবে আমাকে ধর্ষণ করছে, যদি এটাকে ধর্ষণ বলা যায় তাহলে যে পরিবারের তালাক হয় অই স্ত্রী ও বলতে পারবে আমাকে ধর্ষণ করছে” এই শিরোনামে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের ছবি ও নাম উল্লেখ করে তার উক্তি দাবী করে ফেসবুকের বিভিন্ন গ্রুপ,আইডি ও পেজে ভাইরাল করা হচ্ছে।

ভাইরাল হওয়া একটি ফেসবুক পোস্ট দেখুন এখানে৷ 

ফ্যাক্টচেক

সামাজিক যোগাযোগ মাধ্যম বা কোনো গণমাধ্যমে তার এ ধরণের কোনো মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি। সরোয়ার আলমের মন্তব্য দাবী করা লেখাটির উৎপত্তিস্থল খুঁজতে আমরা কি-ওয়ার্ড সার্চ করি একই লেখার বিগত কিছুদিনের আরো কিছু পোস্ট খুঁজে পাই।

বাংলাদেশ যুব অধিকার পরিষদ নামে একটি ফেসবুক গ্রুপে ১২ অক্টোবরে মুকলেসুর রহমান রাসেল আইডি থেকে প্রথম পোস্ট করা হয়। পোস্টটি দেখুন এখানে  এবং আর্কাইভ লিংক দেখুন এখানে।

অর্থাৎ, ধর্ষণ নিয়ে সরোয়ার আলমের বক্তব্য দাবী করা বিষয়টি সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ধর্ষণ নিয়ে সরোয়ার আলমের বক্তব্য
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img