“কারাগারের কনডম সেলে আয়েশা ও পাঁচ আসামি” এই শিরোনামে একটি প্রতিবেদন দৈনিক প্রথম আলো পত্রিকার কাটিং বলে ফেসবুকের বিভিন্ন পেইজ, গ্রুপ ও আইডি থেকে ভাইরাল করা হচ্ছে। এমন কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে এবং এখানে।
এমন আরেকটি পোস্টের আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক
সম্প্রতি বরগুনার আলোচিত রিফাত হত্যাকান্ডের রায়ের পর দৈনিক প্রথম আলো গত ২ অক্টোবর তাদের প্রিন্ট ও অনলাইন ভার্সনে একটি নিউজ প্রকাশ করে, যেটির শিরোনাম ছিল “কারাগারের কনডেম সেলে আয়েশা ও পাঁচ আসামি”।
প্রথম আলোর প্রতিবেদনটি দেখুন এখানে কিন্তু শিরোনামের ‘কনডেম’ শব্দটিকে এডিট করে ‘কনডম’ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে ফলে অনেক পাঠক দৈনিক প্রথম আলো পত্রিকার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, আবার অনেকেই স্পর্শকাতর বিষয়টিকে নিয়ে নানারূপ ব্যঙ্গ-বিদ্রুপ করছেন, যা অনভিপ্রেত। প্রসঙ্গত কনডেম সেল হলো এমন একটি বিশেষ স্থান যেখানে মৃত্যুদণ্ড কার্যকর করার আগ পর্যন্ত বন্দীদের রাখা হয়।
সুতরাং, “কারাগারের কনডম সেলে আয়েশা ও পাঁচ আসামি” এই শিরোনামের তথ্যটি গুজব।
[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: কারাগারের কনডম সেলে আয়েশা ও পাঁচ আসামি
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]