নিরাপদ সড়ক আন্দোলনের ছবি এডিট করে এসএসসি বন্ধের দাবী

“We want auto promotion”, “করোনার মধ্যে এসএসসি নয়”, “এসএসসি বাতিল চাই আমাদের দোষটা কোথায়?” এরকম কিছু বাক্যে প্লেকার্ড হাতে তিন তরুণীর একটি ছবি ফেসবুকের বিভিন্ন পেইজ, গ্রুপ ও আইডি থেকে ভাইরাল হচ্ছে। এমন একটি ফেসবুক পোস্ট দেখুন এখানে৷

ভাইরাল হওয়া পোস্ট

এমন আরেকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে৷ 

ফ্যাক্টচেক

২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলন চলাকালীন আগস্টের ০২ তারিখে অনলাইন নিউজ পোর্টাল Dhaka Tribune এর ফেসবুক পেইজ থেকে আপলোড হওয়া একটি ছবিতে আন্দোলনরত তরুণীদের হাতে থাকা প্লেকার্ডের লেখাগুলোকে এডিট করে সাম্প্রতিক সময়ে করোনার মধ্যে এসএসসি নয় সহ আরো কিছু বাক্যে ভাইরাল করা হচ্ছে। Dhaka Tribune এর করা ফেসবুক পোস্টটি দেখুন এখানে৷ ছবি এডিটের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তার স্বীকার হওয়া তিন তরুণীর সাথে কথা বলে রিউমর স্ক্যানার টিম বিষয়টি নিশ্চিত হয়েছে।

অর্থাৎ, ” করোনার মধ্যে এসএসসি নয় ” এসব প্লেকার্ড হাতে ভাইরাল হওয়া তিন তরুণীর ছবিগুলো সম্পূর্ণ বানোয়াট ও গুজব।

[su_box title=”True or False?” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: “করোনার মধ্যে এসএসসি নয়” প্লেকার্ড হাতে তিন তরুণীর মানববন্ধন!
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img