গত বুধবার গভীর রাতে খাগড়াছড়ির গালাবাড়ি ইউনিয়নে এক প্রতিবন্ধী আদিবাসী নারী গণধর্ষণের স্বীকার হন। ধর্ষণের ঘটনাটির প্রতিবাদ জানিয়ে ফেসবুকের বিভিন্ন আইডি, পেইজ ও গ্রুপ থেকে একজন তরুণীর রক্তমাখা কাপড়সহ একটি ছবি প্রচার করা হচ্ছে।

পূর্বের ছবি সহ ভাইরাল হওয়া পোস্টতবে, এই ছবিটি গত বুধবার গনধর্ষণের স্বীকার তরুণীর নয়।

ফ্যাক্ট চেক:
ভাইরালকৃত ছবিটি গত ২১ আগস্ট ২০১২ সালের। সেই সময়ে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকার ত্রিপুরা পাড়ায় ১১ বছরের এক ত্রিপুরা নারী শিশু অটলটিলা পুলিশ ক্যাম্পের কনষ্টেবল রাসেল রানা কর্তৃক ধর্ষিত হওয়ার অভিযোগে ভুক্তভোগী শিশুর এই ছবিটি দেশজুড়ে ভাইরাল হয়েছিল। ২০১২ সালের পোস্টটি দেখুন এখানে।

সুতরাং, গত বুধবারের গণধণর্ষণের ঘটনার সাথে ফেসবুকে ভাইরালকৃত ছবির কোন সম্পর্ক নেই এবং উক্ত ঘটনায় ভাইরালকৃত ছবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: খাগড়াছড়িতে প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের ঘটনার শিকার এই মেয়ে
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]