Home Blog Page 867

রাতের আধাঁরে সোনাদীঘির মসজিদ ভেঙ্গে ফেলার তথ্যটি গুজব

0

“রাতের আধারে ভেংগে ফেলা হলো রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘির মসজিদ। আরো চুপচাপ দেখে যান। আর দেরি নয় দেশটা হিন্দুদের রাজত্বে চলে যাবে।”- এই শিরোনামে ৪ টি ছবিসহ একটি পোস্ট ফেসবুকের বিভিন্ন আইডি, পেইজ ও গ্রুপে ভাইরাল করা হচ্ছে। তবে, এই তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর। এমন একটি পোস্ট দেখুন এখানে৷

এমন তথ্য দিয়ে আরো একটি পোস্ট করা হয়েছে

আর্কাইভ দেখুন এখানে

ফ্যাক্ট চেক

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর ঐতিহ্যবাহী সোনাদীঘি এলাকাকে নতুনভাবে সজ্জিত করা হচ্ছে এবং এই প্রকল্পের অধীনে মসজিদসহ বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে। এর ই অংশ হিসেবে গত ১৮ সেপ্টেম্বর সোনাদীঘির মসজিদকে স্থানীয় সিটি সেন্টারে স্থানান্তর করা হয়। এরপর ই মসজিদ ভবনটি ভেঙ্গে পুনরায় নির্মাণের কাজ শুরু হয় যা গত ২৫ সেপ্টেম্বর দেশের প্রায় সকল মূলধারার গণমাধ্যমে প্রচার করা হয়েছে। যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে৷ 

মূলত মসজিদ পুননির্মাণের কাজটিকে রাতের আঁধারে মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছে বলে প্রচার করে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো হচ্ছে। অর্থাৎ, রাতের আঁধারে রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘির মসজিদ ভেঙ্গে ফেলার তথ্যটি সম্পূর্ণ গুজব ও সাম্প্রদায়িক উস্কানিদায়ক।

[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review:  রাতের আধাঁরে ভেঙ্গে ফেলা হলো রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘির মসজিদ
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

খাগড়াছড়িতে প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের ঘটনায় পূর্বের ছবি প্রচার

0

গত বুধবার গভীর রাতে খাগড়াছড়ির গালাবাড়ি ইউনিয়নে এক প্রতিবন্ধী আদিবাসী নারী গণধর্ষণের স্বীকার হন। ধর্ষণের ঘটনাটির প্রতিবাদ জানিয়ে ফেসবুকের বিভিন্ন আইডি, পেইজ ও গ্রুপ থেকে একজন তরুণীর রক্তমাখা কাপড়সহ একটি ছবি প্রচার করা হচ্ছে।

আর্কাইভ দেখুন এখানে এবং এখানে

 

পূর্বের ছবি সহ ভাইরাল হওয়া পোস্টতবে, এই ছবিটি গত বুধবার গনধর্ষণের স্বীকার তরুণীর নয়।

আর্কাইভ দেখুন এখানে

 

ফ্যাক্ট চেক:

ভাইরালকৃত ছবিটি গত ২১ আগস্ট ২০১২ সালের। সেই সময়ে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকার ত্রিপুরা পাড়ায় ১১ বছরের এক ত্রিপুরা নারী শিশু অটলটিলা পুলিশ ক্যাম্পের কনষ্টেবল রাসেল রানা কর্তৃক ধর্ষিত হওয়ার অভিযোগে ভুক্তভোগী শিশুর এই ছবিটি দেশজুড়ে ভাইরাল হয়েছিল। ২০১২ সালের পোস্টটি দেখুন এখানে।

২০১২ সালের ভাইরাল হওয়া সেই পোস্ট

সুতরাং, গত বুধবারের গণধণর্ষণের ঘটনার সাথে ফেসবুকে ভাইরালকৃত ছবির কোন সম্পর্ক নেই এবং উক্ত ঘটনায় ভাইরালকৃত ছবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review:  খাগড়াছড়িতে প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের ঘটনার শিকার এই মেয়ে
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

নুরের শাস্তির দাবীতে প্লেকার্ড হাতে ভাইরাল ছবিটি সত্য নয়

0

সম্প্রতি, ফেসবুকের কতিপয় কিছু গ্রুপ ও পেইজে দেখা যায় যে “ধর্ষক নুরুর ফাঁসি চাই”এবং “নুরু গংদের ঢাবি থেকে বহিষ্কার করা হোক” এই উদ্ধৃতিতে নুরুল হক নুরের বিরুদ্ধে প্লেকার্ড হাতে দুই নারী নীরব প্রতিবাদ জানাচ্ছে। এরকম একটি পোস্ট দেখুন এখানে।

ফেসবুকে ভাইরাল হওয়া পোস্ট

 

ফ্যাক্ট চেক:

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে মাদ্রাসার অধ্যক্ষ ও তার সহযোগীরা যৌন নির্যাতন ও হত্যা পরে ২০১৯ সালের ১২ এপ্রিল ঢাকায় বিভিন্ন প্লেকার্ড হাতে নারীরা এই ঘটনাটির প্রতিবাদ করেন। ২০১৯ সালের ২৭ জুন সেই প্রতিবাদ কর্মসূচীর একটি ছবি সংযুক্ত করে VOA News প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি দেখুন এখানে।

VOANews এ প্রকাশিত হওয়া আসল ছবি

ছবিতে প্লেকার্ডের স্পষ্ট লেখা পরিলক্ষিত হয় – ”হারাবো না কখনো” এবং “সিরাজ উদ দৌলার বিচার চাই”। মূলত, পূর্বের ওই ছবিটিকেই এডিট করে সমসাময়িক এই বিষয়টিতে বর্তমানে অপপ্রচার চালানো হচ্ছে ।

অর্থাৎ প্লেকার্ডের মাধ্যমে ধর্ষনের সহযোগী হিসেবে অভিযুক্ত নুরের শাস্তির দাবী বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব ।

[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: নুরের বিরুদ্ধে প্লেকার্ড হাতে দুই নারী নীরব প্রতিবাদ জানাচ্ছে
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

সাকিবের ভিডিও ডাউনলোড করে ফেসবুকে ভূয়া লাইভ সম্প্রচার

0

একটি ফেইসবুক পেজ থেকে প্রচারিত লাইভে দেখা যায়, ক্রিকেটার সাকিব আল হাসান করোনায় সচেতনতা বিষয়ক কথা বলছেন এবং লাইভের শিরোনামে লেখা “আমি করোনো ভাইরাসটির প্রভাবকে লোকদের সাহায্য করব … “অর্থ” লেখার জন্য প্রথম 1,000 জন, আমি 20k ডলার পাঠাব। নিম্নলিখিত উদাহরণটি দেখুন: {টাকা}”। সাকিবের ভিডিও দেখে অনেকেই না বুঝে কমেন্ট ও শেয়ার করে লাইভটি ভাইরাল করছেন। ফেসবুক লাইভটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

অনুসন্ধান করে দেখা যায় সাকিব আল হাসান মার্চের ২১ তারিখ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করোনা নিয়ে সচেতনতামূলক একটি ভিডিও প্রকাশ করেন যেখানে কোন প্রকার অর্থ প্রদানের কথা তিনি উল্লেখ করেননি। সাকিব আল হাসানের অফিশিয়াল মূল ভিডিওটি দেখুন এখানে

সাকিব আল হাসানের অফিশিয়াল পেজের আসল ভিডিও

আজ তার এই ভিডিওটি সদ্য চালু করা একটি পেইজে আপলোড করে ভুয়া ক্যাপশনের দ্বারা লাইভ ব্রডকাস্ট করা হচ্ছে।

অর্থাৎ লাইভে কমেন্টকারীদের সাকিবের টাকা পাঠানোর বিষয়টি সম্পূর্ণ গুজব এবং বানোয়াট।

[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: প্রথম ১ হাজার কমেন্টকারীকে ২০ হাজার ডলার দিবেন সাকিব আল হাসান
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

নুরের স্ত্রী’র ছবি ব্যবহার করে ধর্ষণের অভিযোগকারী হিসেবে গুজব

0

“এই সেই পতিতা যে নুরের নামে ধর্ষণ মামলা করেছে ” এই শিরোনামে গতকাল থেকে ফেসবুকের কিছু পেইজ, গ্রুপ ও আইডিতে এই ছবিটি ভাইরাল হচ্ছে। পোস্টটি দেখুন এখানে।

ভিপি নুরের স্ত্রী মারিয়া আক্তার লুনাকে নিয়ে ভাইরাল হওয়া গুজব

ফ্যাক্ট চেক:

স্ক্রিনশটে উল্লেখিত ছবির তরুণী স্বয়ং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরেরই স্ত্রী মারিয়া আক্তার লুনা। লুনার ছবিসহ খবর মূলধারার সংবাদ মাধ্যমেও এসেছে। সময় সংবাদের খবর দেখুন এখানে।

সময় নিউজে আসা লুনার খবর

অন্যদিকে, নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতা করার অভিযোগ করা তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

উল্লেখ্য, গতকাল থেকে ইডেন পড়ুয়া আরেক তরুণীর ছবি ব্যবহার করেও একই গুজব প্রচার হচ্ছে।

অতএব, নুরের স্ত্রী মারিয়া আক্তার লুনার ছবি ব্যবহার করে নুরের বিরুদ্ধে ধর্ষণ সহযোগী হিসেবে প্রচারকৃত তথ্যটি সম্পূর্ণ গুজব ও বানোয়াট।

[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: মারিয়া আক্তার লুনা ভিপি নুরের বিরুদ্ধে মামলা করেছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

ধর্ষণের অভিযোগকারী হিসেবে ইডেন শিক্ষার্থীর ছবি ব্যবহার করে গুজব

0

এই সেই পতিতা যে নুরের নামে ধর্ষণ মামলা করেছে ” এই শিরোনামে গতকাল ফেসবুকের কিছু গ্রুপ ও পেজে এই ছবিটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া কিছু গ্রুপ এবং পেজের আর্কাইভ করা পোস্ট দেখুন এখানে

আর্কাইভ ১

আর্কাইভ ২

আর্কাইভ ৩

ফেসবুকে ভাইরাল হওয়া কিছু পোস্ট

ভাইরাল হওয়া ছবির তরুণীর সাথে এই ঘটনার কোন সম্পর্কও নেই।

ফ্যাক্ট চেকঃ

অনুসন্ধান করে দেখা যায় ভাইরাল হওয়া ছবির তরুণী নুজহাত ফারিয়া রোকসানা ইডেন মহিলা কলেজের গনিত বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ‘রিউমর স্ক্যানার’ টিম ভুক্তভোগী তরুণীর সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে।

অন্যদিকে, নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতা করার অভিযোগ করা তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অতএব, ইডেন ছাত্রী নুজহাত ফারিয়া রোকসানার ছবি ব্যবহার করে নুরের বিরুদ্ধে ধর্ষণ সহযোগী হিসেবে প্রচারকৃত তথ্যটি সম্পূর্ণ গুজব ও বানোয়াট।

[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: এই সেই নারী যে নুরের বিরুদ্ধে ধর্ষনের মামলা করেছে
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

এই মহিলাটি দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে

0

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক দুর্ঘটনায় নিহত এক নারী ও দুই শিশুর ছবি ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে শিশু দুইটি নিজের বাবার নাম ছাড়া কিছু বলতে পারছে না তাই তার বাবাকে জানানো জরুরী। পোস্টটি দেখুন এখানে

ভাইরাল হওয়া ফেসবুক পোস্ট

ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে বাবার নাম ও ঠিকানা সংযুক্ত করা হয়েছে ফলে দ্রুত পোস্ট গুলো শেয়ারের মাধ্যমে ভাইরাল হচ্ছে।

ফ্যাক্ট চেক:

ফেসবুকে কি-ওয়ার্ড সার্চ করে দেখা গিয়েছে দুর্ঘটনাটি দুই বছর আগের। ২৩ আগস্ট ২০১৮ সালে টংগীতে এই সড়ক দুর্ঘটনা ঘটে এবং বীথি নামের এক নারী মারা যায়। সাহায্য চেয়ে দুই বছর আগে Sk Rima নামের একজন ফেসবুক ব্যবহারকারী পোস্ট করেছিলেন। কিন্তু আজ পুনরায় ঘটনাটি পোস্ট কপি-পেস্ট করে ছড়িয়ে পরেছে। দুই বছর আগের পোস্টটি দেখুন এখানে।

SK Rima এর টাইমলাইনে দুই বছর আগের পোস্ট

অর্থাৎ, টংগীতে আজ সড়ক দুর্ঘটনায় এই মহিলাটি মারা যাওয়ার বিষয়টি সত্য নয়।

 

[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: টংগীতে আজ সড়ক দুর্ঘটনায় এই মহিলাটি মারা গেছে
  • Claimed By: Facebook Post
  • Fact Check: Misleading

[/su_box]

নুর, আন্দালিব ও শামীম ওসমানের ভিডিও এডিট করে ভুয়া লাইভ সম্প্রচার

0

মসজিদের বৈধতা নিয়ে ৩ বাঘের লড়াই হেডলাইনে ফেসবুকের বিভিন্ন পেজে একটি ভুয়া লাইভ সম্প্রচার করা হচ্ছে যেখানে দেখা যায় ভিপি নুরুল হক নুর, আন্দালিব রহমান পার্থ এবং শামীম ওসমান যুক্ত রয়েছেন।

https://www.facebook.com/104029204758850/videos/2730347840512962/

ফ্যাক্টচেক

মূলত পুরো ভিডিওটি এডিট করা। সেপ্টেম্বর ২ তারিখে ভিপি নুরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত একটি লাইভের কাট নিয়ে এডিট করে নুরকে দেখানো হয়েছে ভুয়া লাইভটিতে। এছাড়া ৭ সেপ্টেম্বর L-Tv Bangla ফেসবুক পেজের লাইভ কাট করে এডিট করা হয়েছে। মূল ভিডিও লিংক দেখুন এখানে এবং এখানে

জুনের ২৩ তারিখে সাংসদ হারুন উর রশিদের সাথে একটি লাইভ টকশো থেকে শামীম ওসমানের ভিডিও কাট করে উক্ত ভুয়া লাইভে সংযোজিত করা হয়েছে।
মূল ভিডিও লিংক এখানে

আগষ্টের ১৪ তারিখে DW ইউটিউব চ্যানেল থেকে খালেদ মাহমুদ সঞ্চালিত একটি টকশো থেকে আন্দালিব রহমানের অংশ কাট করে ভুয়া লাইভে এডিট করে সংযোজন করা হয়েছে। মূল ভিডিও লিংক এখানে

সুতরাং নুর, আন্দালিব ও শামীম ওসমানের একসঙ্গে মসজিদ নিয়ে করা লাইভটি সম্পূর্ণ ভুয়া।

[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: নুর, আন্দালিব ও শামীম ওসমানের ভিডিও এডিট করে বিভ্রান্তিকর লাইভ সম্প্রচার
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

Fact-Check: যমুনা টিভির স্ক্রলে অক্টোবরে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান 

0

“অক্টবারে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সকল বিশ্ববিদ্যালয় ও পালিটেকনিক ইনস্টিটিউট” এই শিরোনামে যমুনা টেলিভিশনের লোগো ও স্ক্রল ব্যবহার করে কিছু পাবলিক ফেসবুক গ্রুপসহ কয়েকটি আইডি হতে ভাইরাল করা হচ্ছে।

ভাইরাল হওয়া ইডিটেড স্ক্রিনশট

মূল ঘটনা, উল্লেখিত শিরোনামের কোন তথ্য যমুনা টিভিতে কখনোই প্রচার করা হয়নি, যা টিম রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে। অনুসন্ধানে দেখা যায় স্ক্রল ইডিট করে লিখা ‘অক্টোবরে’ ও ‘পলিটেকনিক’ বানান দুটিও ভুল লিখা হয়েছে। অক্টোবরে’র স্থলে লিখা হয়েছে ‘অক্টবারে’ আর পলিটেকনিকে’র স্থলে লিখা হয়েছে ‘পালিটেকনিক’। মূলত যমুনা টিভির স্ক্রল ইডিট করে তথ্যটি ফেসবুকে ভাইরাল করছে একটি অসাধু চক্র।

অর্থাৎ, যমুনা টিভির স্ক্রল ব্যবহার করে প্রচারিত অক্টোবরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তথ্যটি সম্পূর্ণ গুজব ।

[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review:  যমুনা টিভির স্ক্রলে অক্টবারে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

Fact-Check: পঙ্গু হাসপাতালের ৩য় তলায় এবছর বিনামূল্যে কৃত্রিম পা লাগানো হচ্ছে

0

“পঙ্গু হাসপাতালে বিনামূল্যে কৃত্রিম পা দেওয়া হচ্ছে” এমন তথ্য উল্লেখ করে একটি পোস্ট গত কয়েকদিন ধরে কপি-পেস্ট করে ফেসবুকের অসংখ্য আইডি ও পেইজ থেকে পোস্ট/শেয়ার করে ভাইরাল করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ সকালে একই তথ্য দিয়ে চিত্র নায়িকা বুবলির ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও পোস্ট করা হয়।

 

কিন্তু এ তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট

মূল ঘটনা, ২০১৭ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একটি বেসরকারির সংস্থার সহায়তায় বিনামূল্যে কৃত্রিম পা সংযোজনের একটি প্রোগ্রাম হাতে নেয়া হয়েছিলো যার মেয়াদ ছিল ওই বছরের ১৫ ই অক্টোবর পর্যন্ত। মূলত সেই সময়ে ফেসবুকে ভাইরাল হওয়া বিনামূল্যে কৃত্রিম পা সংযোজনের তথ্যটিই এখন পুনরায় কপি-পেস্ট করে ভাইরাল করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে বিভিন্ন দেশের অনুদানের মাধ্যমে পঙ্গু হাসপাতালে কৃত্রিম পা সংযোজনের কার্যক্রম চলছে।

তবে, বর্তমানে পঙ্গু হাসপাতালে এরকম কোন সেবা চালু নেই বলে রিউমর স্ক্যানার টিমকে পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ।

সুতরাং, এবছর পঙ্গু হাসপাতালে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন করে দেয়ার তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review:  পঙ্গু হাসপাতালের ৩য় তলায় এবছর বিনামূল্যে কৃত্রিম পা লাগানো হচ্ছে
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]