নুর, আন্দালিব ও শামীম ওসমানের ভিডিও এডিট করে ভুয়া লাইভ সম্প্রচার

মসজিদের বৈধতা নিয়ে ৩ বাঘের লড়াই হেডলাইনে ফেসবুকের বিভিন্ন পেজে একটি ভুয়া লাইভ সম্প্রচার করা হচ্ছে যেখানে দেখা যায় ভিপি নুরুল হক নুর, আন্দালিব রহমান পার্থ এবং শামীম ওসমান যুক্ত রয়েছেন।

https://www.facebook.com/104029204758850/videos/2730347840512962/

ফ্যাক্টচেক

মূলত পুরো ভিডিওটি এডিট করা। সেপ্টেম্বর ২ তারিখে ভিপি নুরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত একটি লাইভের কাট নিয়ে এডিট করে নুরকে দেখানো হয়েছে ভুয়া লাইভটিতে। এছাড়া ৭ সেপ্টেম্বর L-Tv Bangla ফেসবুক পেজের লাইভ কাট করে এডিট করা হয়েছে। মূল ভিডিও লিংক দেখুন এখানে এবং এখানে

জুনের ২৩ তারিখে সাংসদ হারুন উর রশিদের সাথে একটি লাইভ টকশো থেকে শামীম ওসমানের ভিডিও কাট করে উক্ত ভুয়া লাইভে সংযোজিত করা হয়েছে।
মূল ভিডিও লিংক এখানে

আগষ্টের ১৪ তারিখে DW ইউটিউব চ্যানেল থেকে খালেদ মাহমুদ সঞ্চালিত একটি টকশো থেকে আন্দালিব রহমানের অংশ কাট করে ভুয়া লাইভে এডিট করে সংযোজন করা হয়েছে। মূল ভিডিও লিংক এখানে

সুতরাং নুর, আন্দালিব ও শামীম ওসমানের একসঙ্গে মসজিদ নিয়ে করা লাইভটি সম্পূর্ণ ভুয়া।

[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: নুর, আন্দালিব ও শামীম ওসমানের ভিডিও এডিট করে বিভ্রান্তিকর লাইভ সম্প্রচার
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img