Home Blog Page 868

হ্যাকার হামজার পরিবর্তে ভিন্ন ছবি ব্যবহার করে গুজব প্রচার

0

বিগত কয়েকবছর ধরে ফেসবুক এবং বিভিন্ন দেশী ভুঁইফোড় পোর্টালে ফাঁসির মঞ্চে হাস্যজ্জোল এক যুবকের ছবি ভাইরাল হতে দেখা যায়। সেখানে দাবী করা হয় হামজা বেনদেলাজ, যিনি ২১৭ টি ব্যাংক থেকে ৪০ কোটি ডলার হ্যাক করেন এবং আফ্রিকা ও ফিলিস্তিনে অনাহারে অর্ধাহারে মরে যাওয়ার উপক্রম মানুষদের মাঝে বিলিয়ে দেন! আদালতে তাঁর ফাঁসির রায় হলে অবশেষে হাসি মুখে ফাঁসিতে ঝুলে পড়েন! আদালতে তার বক্তব্য পরিস্কার ছিল-“আমি কোন পাপ করিনি, গরিবের পেট চাঁপা দিয়ে সমাজের দুর্নীতিবাজরা যে পয়সা ব্যাংক এ জমা রেখেছিল আমি তা গরিবের পেঠেই পৌঁছালাম, এটি আমার অপরাধ?
স্যালুট হামজা বেনদেলাজ।

এমন একটি ভাইরাল ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে৷ 

ফ্যাক্ট চেক

হ্যাকার হামজা বেনদেলাজের বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক থেকে হ্যাকিং এর মাধ্যমে চুরি করা অর্থ বিভিন্ন সংস্থায় দান করার ঘটনা সত্য। তবে মার্কিন আদালত তাকে ফাসির আদেশ দেননি বরং ১৫ বছরের কারাদণ্ড এবং তত্ত্বাবধানে মুক্তির তিন বছরের কারাদন্ডে দন্ডিত হয়েছে।

এই সম্পর্কিত আল জাজিরার প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে৷

ভাইরাল হওয়া ফাসির ছবিটি আমরা রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পাই ব্যবহৃত ছবির যুবকের নাম Majid Kavousifar তিনি একজন ইরানি নাগরিক।

Majid Kavousifa এবং তার ভাতিজা Hossein Kavoosifar মিলে ২০০৫ সালে একজন বিচারককে হত্যা করেছিলেন। এই অপরাধে ২০০৭ সালের ২ আগস্ট তেহরানের রাজপথে প্রকাশ্যে তাদের ফাঁসি কার্যকর করা হয়। তাদের নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে৷ 

অর্থাৎ, ফেসবুক পোস্ট ও পোর্টালে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি গুজব এবং তথ্যটি বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: দরিদ্রদের মাঝে টাকা বিলিয়ে হাসি মুখে ফাসিতে ঝুলেছেন হ্যাকার হামজা বেনদেলাজ
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে বাইডেনের ভুয়া বক্তব্য ভাইরাল

0

আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ছবি সংযুক্ত সময় টিভির প্রতিবেদনের একটি হেডলাইন স্ক্রলের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং স্ক্রলে লেখা “বিএনপিকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের গণতন্ত্র শীঘ্রই পুনরুদ্ধার করা হবে জানিয়েছেন জো বাইডেন”। এরকম একটি ভাইরাল ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে। 

আর্কাইভ দেখুন এখানে এবং এখানে। 

ফ্যাক্ট চেক

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনের বাংলাদেশের গণতন্ত্র বিষয়ক কোনো বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি এবং ভাইরাল হওয়া স্ক্রিনশটের সত্যতা যাচাই করতে সময় নিউজের সাথে যোগাযোগ করা হলে ” এমন শিরোনামে তারা কোন প্রতিবেদন প্রকাশ করে নি ” বলে রিউমর স্ক্যানার টিমকে নিশ্চিত করেছেন। পাশাপাশি, ইন্টারনেটে সময় নিউজের এমন শিরোনামের কোন প্রতিবেদনের অস্তিত্ব পাওয়া যায় নি।

অর্থাৎ, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে জো বাইডেনের ভাইরাল হওয়া বক্তব্যটি সম্পূর্ণ গুজব ও বানোয়াট।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: বিএনপিকে ক্ষমতায় বসিয়ে শীঘ্রই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবেন জো বাইডেন!
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

যুবলীগের পদ নিয়ে মাশরাফির নামে গুজব প্রচার

“যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা” শীর্ষক একটি খবর আজ বিকেল হতে মূল ধারার জাতীয় দৈনিক ইত্তেফাক, কালেরকন্ঠ সহ মূল ধারার অনলাইন পোর্টাল বাংলা নিউজ ২৪, ডেইলি ক্যাম্পাস সহ বেশ কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত হয়, যা মুহূর্তের মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়।

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনের প্যারাগুলো হুবুহু এরকম –

“বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষে থেকে শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মাশরাফী সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে এমপি নির্বাচিত হন।”

কালের কন্ঠ তাদের প্রকাশিত প্রতিবেদনের প্রথম দুইটি প্যারা হুবুহু এমন –

“আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।”

ফ্যাক্ট চেক

আজ আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। ২০১ সদস্যের সম্পূর্ণ নামের তালিকা দেখুন এখানে। তবে, ঘোষিত ২০১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকায় কোন পদেই মাশরাফির নাম নেই, যা সম্পর্কে টিম রিউমার স্ক্যানার কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে।

অর্থাৎ, মাশরাফির যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ার তথ্যটি সম্পূর্ণ গুজব ও বানোয়াট।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হলেন মাশরাফি
  • Claimed By: Media Outlets
  • Fact Check: False

[/su_box]

ট্রাম্পের অফিস ভাংচুর নিয়ে প্যারোডি ভিডিও গুজব আকারে ভাইরাল

0

“নির্বাচনে হেরে গিয়ে হোয়াইট হাউজে নিজের অফিস ভাংলেন প্রেসিডেন্ট ট্রাম্প” এই শিরোনামে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপ হতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এমন একটি ভাইরাল পোস্টের আর্কাইভ দেখুন এখানে৷

আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে৷

ফ্যাক্ট চেক

রিউমার স্ক্যানার টিম অনুসন্ধান করে দেখতে পায়, ভাইরাল হওয়ায় ভিডিওটি “কমেডি সেন্ট্রাল ইউকে” নামক ইউটিউব চ্যানেলের তৈরি একটি ব্যাঙ্গাত্মক কমেডি ভিডিও “দ্যা প্রেসিডেন্ট শো” এর একটি ক্লিপ ছিলো। যা ২০১৭ সালের ২১ জুলাই প্রকাশ হয়েছিলো। কমেডি ভিডিওটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের চরিত্রে অভিনয় করেছেন কৌতুক অভিনেতা এ্যান্তনি আতামানিক।

[su_youtube url=”https://youtube.com/watch?v=AkTmtPW-rro” title=”ভাইরাল হওয়া ক্লিপের আসল উৎস “]

অর্থাৎ, ভাইরাল হওয়া নিম্নমানের ক্লিপটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের মত দেখা গেলেও আসলে সেটি ট্রাম্প নন।

সুতরাং, “নির্বাচনে হেরে গিয়ে অফিস ভাংলেন প্রেসিডেন্ট ট্রাম্প” শিরোনামে ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ গুজব ও বানোয়াট।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: নির্বাচনে হেরে গিয়ে অফিস ভাংলেন প্রেসিডেন্ট ট্রাম্প
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুরাতন ভিডিও ভাইরাল

0

“আজ বাসে আগুন দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা, বাসে আগুন দেওয়ায় একজনকে হাতেনাতে ধরে ফেলেছে জনতা, বেরিয়ে এসেছে গোপন রহস্য” শীর্ষক একটি তথ্য ১ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও সহকারে গতকাল রাত হতে ফেসবুকে জুড়ে ভাইরাল হচ্ছে। এমন একটি ভাইরাল ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে৷ 

ফ্যাক্ট চেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গিয়েছে, ২০১৯ সালে ১৯ মার্চ ঢাকায় বাস চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনার প্রতিবাদে দোষীদের বিচারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে মিশে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক যুবককে হাতেনাতে ধরার দাবি করে উক্ত ভিডিওটি ওই বছরের ২০ মার্চ ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছিল। “বিশ্ব তরুণ প্রজন্ম” নামের একটি পেজে ২০ মার্চ ২০১৯ আপলোড হয়েছে।

ভিডিওটির আর্কাইভ দেখুন এখানে।

প্রসঙ্গ, ১২ নভেম্বর রোজ বৃহস্পতিবার, দুর্বৃত্তরা রাজধানীর বিভিন্ন স্থানে মোট ৯ টি বাস আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

অর্থাৎ , বৃহস্পতিবার ঢাকায় বাসে আগুনের ঘটনার সাথে ভাইরালকৃত ভিডিওটির কোন সম্পৃক্ততা নেই। সুতরাং, ভিডিওটি বিভ্রান্তিকর এবং গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ১২ নভেম্বরে বাসে আগুন দেওয়ার সময় ছাত্রলীগ কর্মী হাতে নাতে আটক
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

গোলাম সারওয়ার সাঈদীর মৃত্যু নিয়ে গুজব

0

সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বিকেলের পর থেকেই গোলাম সারওয়ার সাঈদীর ইন্তেকাল করার সংবাদ পোস্ট হতে থাকে যা খুব দ্রুতই জনসাধারণের মধ্যে ভাইরাল হয়ে যায়। এমন একটি ফেসবুক পোস্ট দেখুন এখানে৷

ভাইরাল হওয়া আরো কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ দেখুন এখানে এবং এখানে৷ 

ফ্যাক্ট চেক

সর্বশেষ তথ্যানুযায়ী গোলাম সারওয়ার সাইদী জীবিত এবং সুস্থ আছেন এবং এই তথ্যটি তার অফিশিয়াল ফেসবুকে পেজে কিছুক্ষণ পূর্বে নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, গোলাম সারওয়ার সাইদী বেশকিছুদিন ধরে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়ে আইসিউতে সংকটাপন্ন অবস্থায় আছেন ।

অর্থাৎ, গোলাম সারওয়ার সাঈদী হুজুরের ইন্তেকাল করার তথ্যটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: মওলানা গোলাম সারওয়ার সাঈদী মারা গিয়েছেন
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

নিখোঁজ জবি শিক্ষার্থী তিথি সরকার CID অফিস হতে উদ্ধার বলে গুজব প্রচার

0

“মালীবাগ CID অফিসের চারতলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী #তিথি সরকার হাত-পা বাধা অবস্থায় উদ্ধার।” শীর্ষক একটি সংবাদ গত ৩১-১০-২০২০ খ্রিঃ সকাল হতে ফেসবুকের বিভিন্ন আইডি ও পেইজ হতে ভাইরাল করা হচ্ছে। এমন একটি পোস্ট দেখুন এখানে

এরকম আরো কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ দেখুন এখানে এবং এখানে৷

ফ্যাক্টচেক

ইসলাম ধর্ম নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গত ২৬ অক্টোবর সাময়িক বহিষ্কার হওয়া ছাত্রী তিথি সরকার এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ বলে জানিয়েছে তার পরিবার৷ এই ঘটনায় তিথির বড় বোন স্মৃতি সরকার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু গত ৩১ অক্টোবর ‘Niranjan Baral’ নামের একটি ফেসবুক আইডি হতে নিখোঁজ তিথি সরকারকে CID অফিস থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে দাবী করে একটি পোস্ট দেয়া হয়। যা মুহূর্তের মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং বিষয়টি সিআইডির নজরে আসলে গত ২ নভেম্বর সন্ধ্যায় নিরঞ্জন বড়ালকে রামপুরার বনশ্রী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তবে, তিথি সরকারকে এখনো উদ্ধার করা যায়নি বলে তার পরিবার নিশ্চিত করেছে।

অর্থাৎ, “মালিবাগ CID অফিস হতে জবি শিক্ষার্থী তিথি সরকার হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার” শীর্ষক সংবাদটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: CID অফিস হতে নিখোঁজ জবি শিক্ষার্থী তিথিকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের মন্তব্য দাবী করে সোশ্যাল মিডিয়ায় গুজব ভাইরাল

0

“প্রেম করে শারিরীক মিলন করবে পরে মনের মিল না হলে বলবে আমাকে ধর্ষণ করছে, যদি এটাকে ধর্ষণ বলা যায় তাহলে যে পরিবারের তালাক হয় অই স্ত্রী ও বলতে পারবে আমাকে ধর্ষণ করছে” এই শিরোনামে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের ছবি ও নাম উল্লেখ করে তার উক্তি দাবী করে ফেসবুকের বিভিন্ন গ্রুপ,আইডি ও পেজে ভাইরাল করা হচ্ছে।

ভাইরাল হওয়া একটি ফেসবুক পোস্ট দেখুন এখানে৷ 

ফ্যাক্টচেক

সামাজিক যোগাযোগ মাধ্যম বা কোনো গণমাধ্যমে তার এ ধরণের কোনো মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি। সরোয়ার আলমের মন্তব্য দাবী করা লেখাটির উৎপত্তিস্থল খুঁজতে আমরা কি-ওয়ার্ড সার্চ করি একই লেখার বিগত কিছুদিনের আরো কিছু পোস্ট খুঁজে পাই।

বাংলাদেশ যুব অধিকার পরিষদ নামে একটি ফেসবুক গ্রুপে ১২ অক্টোবরে মুকলেসুর রহমান রাসেল আইডি থেকে প্রথম পোস্ট করা হয়। পোস্টটি দেখুন এখানে  এবং আর্কাইভ লিংক দেখুন এখানে।

অর্থাৎ, ধর্ষণ নিয়ে সরোয়ার আলমের বক্তব্য দাবী করা বিষয়টি সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ধর্ষণ নিয়ে সরোয়ার আলমের বক্তব্য
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

দাফনের পূর্বে কেঁদে ওঠা শিশুর ভুল ছবি প্রচার

0

গতকাল হতে ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ ও পেইজের মাধ্যমে “ঢাকা মেডিকেল থেকে মৃত ঘোষণা করা নবজাতক যে দাফনের সময় কেঁদে ওঠে” তথ্য একটি শিশুর ছবি সহকারে ভাইরাল করা হচ্ছে। এমন একটি ভাইরাল হওয়া ফেসবুক পোস্ট দেখুন এখানে৷

ভাইরাল হওয়া কিছু পোস্ট। আর্কাইভ ১, আর্কাইভ ২, আর্কাইভ ৩ 

ফ্যাক্টচেক

শিশুটির ছবি আমরা রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পাই, গত বছরের ১৯ এপ্রিল ‘Ashish Biswas’ নামক ফেসবুক আইডি হতে এই ছবিটি প্রথম ফেসবুকে পোস্ট করা হয়, যিনি শিশুটির একজন নিকটাত্মীয়।

আশিষ বিশ্বাসের করা আসল পোস্ট

আশিষ বিশ্বাসের করা পোস্টটি দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে। এছাড়া রিউমর স্ক্যানার টিমের প্রতিনিধি ভাইরাল হওয়া ছবির শিশুর পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি শিশুকে মৃত ঘোষণা করে কিন্তু পরবর্তীতে ঐ নবজাতক দাফনের সময় কেঁদে ওঠে। আর এই খবরটি গণমাধ্যমে আসার পর থেকে অপর একজন শিশু ছবির ব্যবহার করে তথ্যটি ভাইরাল হতে থাকে।

অর্থাৎ, ভাইরাল হওয়া ছবির শিশুটি গত ১৭ অক্টোবর ঢামেকে মৃত ঘোষণার পর দাফনের পূর্বে জীবিত হওয়া শিশু নয়। দাফনের সময় কেঁদে ওঠা শিশুর ঘটনা সত্য হলেও ব্যবহৃত ছবিটি সঠিক নয়।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: এই সেই শিশু যাকে মৃত ঘোষণার পর দাফনের সময় কেঁদে উঠে
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

গুজব: বোনের ধর্ষকের মাথা কাটলেন বড় ভাই

0

“বোনকে ধর্ষন করায় ধর্ষকের মাথা কেটে পুলিশের কাছে আত্মসমর্পণ করলো বড় ভাই ” এরকম কিছু শিরোনাম ব্যবহার করে একটি ভিডিও ফেসবুকের বিভিন্ন আইডি, পেইজ এবং গ্রুপ থেকে ভাইরাল করা হচ্ছে। ভাইরাল হওয়া এমন একটি পোস্ট দেখুন এখানে৷ 

ফ্যাক্টচেক

রিভার্স ইমেজ সার্চ করে আমরা দেখতে পাই, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কর্ণাটকের মান্দ্যা জেলায় পশুপতি নামের ভিডিওর এই যুবক তার বন্ধু গিরিশের মাথা কেটে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পশুপতির মায়ের সম্পর্কে বাজে মন্তব্য করার কারণেই গিরিশের মাথা কেটেছিলেন এবং পরে পশুপতি নিজেই কাটা মাথা হাতে মালাভাল্লি থানায় এসে আত্মসমর্পণ করেন বলে জানিয়েছিলো রাজ্য পুলিশ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে শীর্ষ ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সহ অন্যান্য পত্রিকাতেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। হিন্দুস্তান টাইমসের প্রতিবেনদটি দেখুন এখানে৷

অর্থাৎ , ” বোনকে ধর্ষণ করায় ধর্ষকের মাথা কেটে থানায় হাজির বড় ভাই ” এই শিরোনামে ভাইরাল বিষয়টি বিভ্রান্তিকর এবং গুজব।

[su_box title= box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review:  বোনকে ধর্ষন করার পর ধর্ষকের মাথা কেটে পুলিশের হাতে আত্নসমর্পন করল ভাই
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]