আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ছবি সংযুক্ত সময় টিভির প্রতিবেদনের একটি হেডলাইন স্ক্রলের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং স্ক্রলে লেখা “বিএনপিকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের গণতন্ত্র শীঘ্রই পুনরুদ্ধার করা হবে জানিয়েছেন জো বাইডেন”। এরকম একটি ভাইরাল ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
আর্কাইভ দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্ট চেক
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনের বাংলাদেশের গণতন্ত্র বিষয়ক কোনো বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি এবং ভাইরাল হওয়া স্ক্রিনশটের সত্যতা যাচাই করতে সময় নিউজের সাথে যোগাযোগ করা হলে ” এমন শিরোনামে তারা কোন প্রতিবেদন প্রকাশ করে নি ” বলে রিউমর স্ক্যানার টিমকে নিশ্চিত করেছেন। পাশাপাশি, ইন্টারনেটে সময় নিউজের এমন শিরোনামের কোন প্রতিবেদনের অস্তিত্ব পাওয়া যায় নি।
অর্থাৎ, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে জো বাইডেনের ভাইরাল হওয়া বক্তব্যটি সম্পূর্ণ গুজব ও বানোয়াট।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: বিএনপিকে ক্ষমতায় বসিয়ে শীঘ্রই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবেন জো বাইডেন!
- Claimed By: Facebook Post
- Fact Check: False
[/su_box]