ভিন্ন ঘটনার ছবিকে আইপিএলে ধোনি সমর্থকদের ছবি দাবিতে প্রচার

সম্প্রতি হলুদ পোশাকে বিপুল সংখ্যক মানুষের রাস্তায় দাঁড়ানোর দুইটি ছবিকে মাহেন্দ্র সিং ধোনি এবং আইপিএলের চেন্নাই সুপার কিংস এর সমর্থকদের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

ছবি ১

এই ছবি ব্যবহার করে উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ছবি ২

ধোনি এবং চেন্নাই সুপার কিংস এর সমার্থক দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল ছবিগুলো ধোনি বা চেন্নাই সুপার কিংস এর সমর্থকদের নয় বরং এগুলো ভিন্ন দেশের ভিন্ন ঘটনার পুরোনো ছবি।

ছবি যাচাই ১

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ সংস্থা CNN Travel এর ওয়েবসাইটে ২০১৭ সালের ০৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে  প্রকাশিত একটি ছবির সাথে প্রথম ছবিটির ছবির মিল খুঁজে পাওয়া গেছে।

Screenshot: CNN Travel

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বাৎসরিক গ্রেট ইথিওপিয়ান রানের সময়ে ধারণকৃত। 

Screenshot Comparison by Rumor Scanner

ছবি যাচাই ২

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ক্রীড়া সংবাদমাধ্যম Marca এর ওয়েবসাইটে গত ২৭ মে প্রকাশিত একটি প্রতিবেদনে  প্রকাশিত একটি ছবির সাথে দ্বিতীয় ছবিটির মিল খুঁজে পাওয়া গেছে।

Screenshot: Marca

প্রতিবেদন থেকে জানা যায়, এটি স্পেনের ফুটবল ক্লাব Las Palmas এর সাফল্য উদযাপনের সময় সমর্থকদের ঢলের ছবি।

Screenshot Comparison  by Rumor Scanner

মূলত, গত ২৮ মে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স এর মধ্যকার আইপিএল ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে চেন্নাইয়ের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি এবং তার দল চেন্নাই সুপার কিংস এর সমর্থকদের রাস্তায় ঢল নামার দাবিতে দুইটি ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিগুলো উক্ত ঘটনা বা সাম্প্রতিক সময়ের নয় বরং ইথিওপিয়া এবং স্পেনে ভিন্ন ভিন্ন ঘটনার সময় তোলা  দুইটি ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

প্রসঙ্গত, চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স এর মধ্যকার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে ২৮ মে না হওয়ায় রিজার্ভ ডে’তে গড়িয়ে ২৯ মে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, পূর্বেও ভিন্ন ঘটনার ছবিকে সাম্প্রতিক দাবিতে ছবি প্রচার করা হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, ইথিওপিয়া এবং স্পেনের ভিন্ন ভিন্ন ঘটনার ছবিকে ধোনি এবং চেন্নাই সুপার কিংস এর সমর্থকদের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img