আজ (৫ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জঙ্গি বাহিনী তিনটি বোমা হামলা করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে একটি বহুতল ভবনের ছাদ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির সঙ্গে জঙ্গি হামলার কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, মোহাম্মদপুরের একটি বহুতল আবাসিক ভবনে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ভিডিওকে বোমা হামলার দাবিতে ছড়ানো হয়েছে।
দাবিটি যাচাইয়ের জন্য অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম চ্যানেল২৪-এর ফেসবুক পেজে ৫ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। ভিডিওর ক্যাপশনে এটি মোহাম্মদপুরের একটি বহুতল ভবনে আগুন লাগার দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের একটি ১৪ তলা ভবনের নিচতলার বৈদ্যুতিক মিটার বোর্ডে আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তারের বরাতে জানা যায়, বেলা ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, ধোঁয়ার কারণে অসুস্থ হওয়া একটি শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ধোঁয়া ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা ভবন থেকে বের হয়ে আসেন। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিকের বরাতে জানা যায়, আগুন বেশি ছড়ায়নি এবং দ্রুত নিয়ন্ত্রণে আসে; বড় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।
এদিকে, অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ২৪-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘হাই হেরিটেজ’ নামের ওই বহুতল আবাসিক ভবনে বেলা ১১টা ৭ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নাসরিন সুলতানার বরাতে জানা যায়, মোহাম্মদপুর স্টেশনের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভবনের বাসিন্দাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ২য় তলার সুইচ বোর্ড থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন শুরু হয়ে দ্রুত চতুর্থ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে আতঙ্ক সৃষ্টি হলে বাসিন্দারা নিচে নেমে আসেন এবং অনেকে ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিস আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
এছাড়া, এই ঘটনায় জঙ্গি হামলার সঙ্গে সম্পৃক্ত কোনো তথ্য কোনো মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, মোহাম্মদপুরে ভবনে দুর্ঘটনাজনিত আগুন লাগার ভিডিওকে জঙ্গি বাহিনীর তিনটি বোমা হামলার ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bdnews24: মোহাম্মদপুরে আবাসিক ভবনের মিটার বোর্ডে আগুন, ধোঁয়ায় আতঙ্ক
- Jagonews24: মোহাম্মদপুরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
- Channel 24: Facebook Post





