দুই বছরে ১৮০ বার মিলন দাবিতে আরটিভির ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘২ বছরে ১৮০ বার মি/ল/ন হয়েছে, বিয়ের দাবিতে মামার দরজায় ভাগিনী’ শীর্ষক শিরোনামে আরটিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘২ বছরে ১৮০ বার মি/ল/ন হয়েছে, বিয়ের দাবিতে মামার দরজায় ভাগিনী’ শীর্ষক তথ্যে বা শিরোনামে আরটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আরটিভির লোগো লক্ষ্য করা যায়।

লোগোর সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ফেসবুক পেজে এনসংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি আরটিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।  

এছাড়া, আরটিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল লক্ষ্য করা যায়।

Photocard Comparison By Rumor Scanner 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার কোনো গণমাধ্যমেও এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। 

সুতরাং, ‘২ বছরে ১৮০ বার মি/ল/ন হয়েছে, বিয়ের দাবিতে মামার দরজায় ভাগিনী’ শীর্ষক তথ্যে বা শিরোনামে আরটিভির ফটোকার্ডটি ভুয়া। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img