সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ইরাকের এক অনাথ মেয়ে মাকে এতটাই মিস করছিল যে, কাছে পাওয়ার নিজের মতো এক পথ খুঁজে নিল। হাতে ছিল শুধু একটা খড়ি—তাতেই মাটিতে আঁকল মায়ের ছবি। তারপর আস্তে করে ছবির ভেতরে শুয়ে পড়ল, যেন মায়ের কোলে আছে, আর তাতেই ঘুমিয়ে গেল।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি আসল নয় বরং ২০১২ সালে আঁকা একটি আর্টওয়ার্কের ছবির সাথে কাল্পনিক গল্প জুড়ে দিয়ে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বাহারেহ বিশেহ নামের একজন ইরানি শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটির সন্ধান পাওয়া যায়। ছবিটি অ্যাকাউন্টের প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে। একই ছবি তিনি তার ফ্লিকার অ্যাকাউন্টেও ২০১২ সালের ১৫ জুলাই পোস্ট করেন।

ফ্লিকারের পোস্টটির কমেন্ট সেকশনে তিনি জানান যে মেয়েটি তার চাচাতো বোন এবং এর পিছনে কোনও মর্মান্তিক গল্প নেই।
বাহারেহ বিশেহ বলছেন, “এই ছোট্ট মেয়েটি আমার কাজিন এবং সে আসলে আমার বাড়ির ঠিক বাইরের ডামারের উপর ঘুমিয়ে পড়েছিল। সে নিশ্চয়ই কিছুক্ষণ খেলছিল এবং বিশ্রামের জন্য মিথ্যা বলে ঘুমিয়ে পড়েছিল। এই ছবি তোলার জন্য আমি একটি চেয়ারে দাঁড়িয়েছিলাম। এর সাথে কোনো এতিমখানাও জড়িত নয় এবং এর পিছনে কোনও মর্মান্তিক গল্প নেই। আমি এই সুযোগটি সৃজনশীল হওয়ার জন্য নিয়েছি। এটি ফটোগ্রাফির একটি ধরণ।”
অর্থাৎ, ছবিটির সাথে প্রচলিত কাহিনীটির কোনো সম্পর্ক নেই৷
সুতরাং, ইরাকের অনাথ মেয়ে তার মায়ের ছবি এঁকেছে দাবিতে আর্ট ওয়ার্কের ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- bahareh.bisheh.official: Instagram Account
- Flicker: Post





