সেনাপ্রধান গ্রেফতার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি সেনাপ্রধান গ্রেফতার হয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ইউটিউব ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গ্রেফতার হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত ১৭ অক্টোবর সংসদ ভবন থেকে গাড়িবহর নিয়ে সেনাপ্রধানের বের হওয়ার দৃশ্য এটি।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ইউটিউব চ্যানেল থেকে ১৭ অক্টোবর প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সংসদ ভবন প্রাঙ্গণ থেকে সেনাপ্রধানের বের হওয়ার দৃশ্য এটি।

Comparison: Rumor Scanner 

অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪ এর ওয়েবসাইটে ১৭ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতা রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ‘জুলাই আহত বীর’ হিসেবে স্বীকৃতিসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা দাবি জানিয়ে সতর্ক করেন, দাবিগুলো পূরণ না হলে তারা গেট না ছাড়ার হুশিয়ারি দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাপ্রধানকে নিয়ে আলোচিত ভিডিওটি ওইদিন রাতেই ধারণ করা হয়েছিল। 

এছাড়া, আরেক গণমাধ্যম সারাবাংলার ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় সেনাপ্রধান সংসদ ভবন থেকে বের হচ্ছেন, যা আলোচিত ভিডিওটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটির সাথে সেনাপ্রধানের গ্রেফতার দাবির কোনো সম্পর্ক নেই। 

তাছাড়া, গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রে সেনাপ্রধান গ্রেফতারের কোনো ঘটনার প্রমাণ মেলেনি।  

সুতরাং, সেনাপ্রধানকে গ্রেফতার করা হয়েছে দাবিতে সেনাপ্রধানের সংসদ ভবন থেকে বের হওয়ার ভিডিও প্রচারিত হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img