বিভাগ দ্বন্দ্বে কুমিল্লায় ফেনী-নোয়াখালীর বাসের ওপর হামলা দাবিতে ভিন্ন ঘটনার ছবি প্রচার

কুমিল্লাকে বিভাগ করার দাবিতে অনেক বছর ধরেই আন্দোলন করে আসছে এ জেলার মানুষেরা। একই দাবিতে সোচ্চার নোয়াখালীর মানুষেরাও। এই জেলার মানুষেরা কুমিল্লার অধীনে বিভাগে অন্তর্ভুক্ত না হয়ে তাদের জেলাকেই বিভাগ ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছেন।  সম্প্রতি বিষয়টি নিয়ে দুই জেলার মানুষই ফের আন্দোলন সভা সমাবেশ করছেন। এরই প্রেক্ষিতে বাস ভাংচুরের দুইটি এবং বাসের ভাঙা ফ্রন্ট গ্লাসের একটি ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, বিভাগ দ্বন্দ্বে কুমিল্লায় ফেনী-নোয়াখালীর বাসের ওপর হামলা করা হয়েছে। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে। 

একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাসের ফ্রন্ট গ্লাস ভাঙার ছবিটি কুমিল্লার হলেও বাকি দুইটি ছবি কুমিল্লার নয় বরং গত সেপ্টেম্বরে মুন্সিগঞ্জে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় স্টার লাইন পরিবহনের বাস ভাংচুরের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম একুশে টিভির ফেসবুক পেজে গত ১২ অক্টোবরের একটি ভিডিওর সাথে আলোচিত পোস্টে সংযুক্ত বাসের ভাঙা ফ্রন্ট গ্লাসের ছবিটির সাদৃশ্য পাওয়া যায়। একুশে টিভি জানায়, কুমিল্লায় নোয়াখালীগামী যাত্রীবাহী বাসে আবারো সন্ত্রাসীদের হামলার দৃশ্য এটি। 

Comparison: Rumor Scanner 

সেদিন একাধিক ফেসবুক পোস্টেও একই ছবির সন্ধান মেলে। এসব পোস্টে উল্লেখ করা হয়, সেদিন কুমিল্লা ময়নামতি হোটেলের সামনে চলন্ত অবস্থায় নীলাচল এক্সপ্রেস এসি বাসের (গাড়ির নাম্বার ১২- ৯৭৩৯) গ্লাস ইট মেরে ভেংগে ফেলা হয়।

কুমিল্লার স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কুমিল্লাকে নিয়ে করুচিপূর্ণ মন্তব্যের জেরে ১১ অক্টোবরও নোয়াখালীগামী বাস আটকে প্রতিবাদ জানায় জনতা।

অর্থাৎ, এই ছবিটি বিভাগের জন্য করা আন্দোলনের সাথে সম্পর্কিত। 

পরবর্তীতে বাকি ছবি দুইটির বিষয়ে অনুসন্ধানে Abid Hasan নামের একটি ফেসবুক প্রোফাইলে গত ২৮ সেপ্টেম্বরে প্রকাশিত ভিডিওর ফুটেজের সাথে আলোচিত ছবি দুইটির সাদৃশ্য পাওয়া যায়। জিওলোকেশনের মাধ্যমে জানা যাচ্ছে, স্থানটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। 

Comparison: Rumor Scanner

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিদ্যালয়টির অষ্টম শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধরা ঢাকা-ফেনি রুটে চলাচলকারী স্টার লাইন পরিবহনের ৪টি বাস ভাঙচুর করে।

অর্থাৎ, ঘটনাটি কুমিল্লার নয় এবং এর সাথে বিভাগ দাবিতে আন্দোলনেরও কোনো সম্পর্ক নেই। 

সুতরাং, বিভাগ দ্বন্দ্বে কুমিল্লায় ফেনী-নোয়াখালীর বাসের ওপর হামলা দাবিতে ভিন্ন ঘটনার ছবি প্রচার করা হয়েছে; যা আংশিক মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img