সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুকে সম্প্রতি দুটি নতুন ফিচার চালুর দাবি ছড়িয়ে পড়েছে। এক দাবিতে বলা হচ্ছে, এখন থেকে কোনো ব্যবহারকারী অন্যের প্রোফাইল ভিজিট করলে প্রোফাইলের মালিককে নোটিফিকেশন পাঠাবে ফেসবুক। অন্য দাবিতে বলা হচ্ছে, কেউ কারও স্টোরির স্ক্রিনশট নিলে স্টোরির মালিককেও সে বিষয়ে নোটিফিকেশন পাঠানো হবে। এসব দাবির সমর্থনে কথিত নোটিফিকেশনের দুটি স্ক্রিনশটও সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রথম দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
দ্বিতীয় দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফেসবুক প্রোফাইল ভিজিট বা স্টোরির স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে অ্যাকাউন্ট মালিকের নোটিফিকেশন পাওয়ার দাবি সত্য নয়। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া এবং বানোয়াট স্ক্রিনশট ব্যবহার করে এই ভুয়া দাবি ইন্টারনেটে ছড়িয়েছে।
প্রথম দাবি যাচাই
প্রথম দাবিতে বলা হয়েছে, কোনো ব্যবহারকারী অন্যের ফেসবুক প্রোফাইল ভিজিট করলে প্রোফাইলের মালিককে ফেসবুক নোটিফিকেশন পাঠাবে। এই দাবির সঙ্গে কথিত নোটিফিকেশনের একটি স্ক্রিনশটও ছড়ানো হয়েছে। তবে অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা মেলেনি।
ফেসবুকের হেল্প সেন্টারে উল্লেখ করা হয়েছে, ফেসবুক কাউকে জানায় না তার প্রোফাইল কে দেখেছে। তৃতীয় পক্ষের কোনো অ্যাপও এই তথ্য দিতে পারে না। বরং, কেউ যদি এমন কোনো অ্যাপ বা ওয়েবসাইট দেখে যা এই ধরনের দাবি করে, তাহলে সেটি রিপোর্ট করার পরামর্শ দিয়েছে ফেসবুক।
অর্থাৎ, ফেসবুকের এমন কোনো ফিচার নেই। তাই ফেসবুকের পক্ষ থেকে এমন নোটিফিকেশন পাঠানোর দাবি অবান্তর। ফলে, এই দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি ভুয়া ও বানোয়াট।
দ্বিতীয় দাবি যাচাই
দ্বিতীয় দাবিতে বলা হয়েছে, কেউ কারও ফেসবুক স্টোরির স্ক্রিনশট নিলে স্টোরির মালিককে সে বিষয়ে নোটিফিকেশন পাঠানো হবে। এই দাবিতেও কথিত নোটিফিকেশনের একটি স্ক্রিনশট ছড়ানো হয়েছে। তবে অনুসন্ধানে এই দাবিরও কোনো সত্যতা পাওয়া যায়নি।
টেকনোলোজি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রোয়েড অথোরিটির ওয়েবসাইটে গত ৩০ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফেসবুক সাধারণত স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনো নোটিফিকেশন পাঠায় না, তা ফেসবুক অ্যাপ হোক বা মেসেঞ্জার। একমাত্র ব্যতিক্রম হলো মেসেঞ্জারের ডিস্যাপিয়ারিং মেসেজ ফিচার। এই ফিচারে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাটে কেউ স্ক্রিনশট নিলে নোটিফিকেশন দেওয়া হয়।
একই তথ্য পাওয়া গেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অনলাইন টেক টিপসের গত ফেব্রুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনেও। সেখানে বলা হয়েছে, ফেসবুক স্টোরির স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনো নোটিফিকেশন ফিচার নেই। শুধু মেসেঞ্জারের এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজের ক্ষেত্রেই এমন নোটিফিকেশন পাঠানোর সুবিধার কথা প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।
ফেসবুক মেসেঞ্জারের হেল্প সেন্টারে বলা হয়েছে, ডিস্যাপিয়ারিং মেসেজ ফিচারে মেসেজ নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় এবং এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাটে কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং নিলে নোটিফিকেশন পাঠানো হয়। তবে ফেসবুক স্টোরির ক্ষেত্রে স্ক্রিনশট বা রেকর্ডিংয়ের জন্য এমন কোনো নোটিফিকেশন ফিচারের তথ্য হেল্প সেন্টারেও উল্লেখ নেই।
হেল্প সেন্টারে প্রতিটি ফিচারের জন্য আলাদা তথ্য দেওয়া হয়। ডিস্যাপিয়ারিং মেসেজের নোটিফিকেশন সুবিধা স্পষ্টভাবে উল্লেখ থাকলেও, স্টোরির জন্য এমন কোনো ফিচারের তথ্য নেই, যা নিশ্চিত করে স্টোরির স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনো নোটিফিকেশন পাঠানো হয় না।
অর্থাৎ, ফেসবুক স্টোরির স্ক্রিনশট নেওয়ার বিষয়ে কোনো নোটিফিকেশন পাঠায় না। তাই এই দাবিতে প্রচারিত স্ক্রিনশটটিও ভুয়া ও বানোয়াট।
যদি ফেসবুক এমন দুটি নতুন ফিচার চালু করত, তবে তা দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশ পেত। কিন্তু এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
রিউমর স্ক্যানার টিম নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেও এই দাবিগুলো যাচাই করেছে। দেখা গেছে, প্রোফাইল ভিজিট বা স্টোরির স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনো নোটিফিকেশন পাঠানো হয় না।
সুতরাং, ফেসবুক প্রোফাইল ভিজিট বা স্টোরির স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে অ্যাকাউন্ট মালিকের নোটিফিকেশন পাওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Facebook Help Centre: Who views your Facebook profile
- Android Authority: Does Facebook notify when you screenshot?
- Online Tech Tips: Does Facebook Tell You if Someone Screenshots Your Story?
- Messenger Help Centre: Set messages to disappear in a Messenger end-to-end encrypted chat
- Facebook Help Centre: Create and Share Your Story