ড. জাকির নায়েক বাংলাদেশে আসার দৃশ্য দাবিতে পাকিস্তানের পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘Welcome to Bangladesh, Dr Zakir Naik. Our people have been waiting for you’ অর্থাৎ, ‘বাংলাদেশে স্বাগত, ড. জাকির নায়েক। আমাদের জনগণ আপনার জন্য অপেক্ষা করছিল।’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ড. জাকির নায়েকের বাংলাদেশে আসার দৃশ্য নয়। এমনকি ড. জাকির নায়েক বাংলাদেশে কখনো আসেননি। প্রকৃতপক্ষে, গত বছরের ৩০ সেপ্টেম্বর ড. জাকির নায়েকের পাকিস্তানে যাওয়ার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানে ‘Naeem Superior’ নামক পাকিস্তানের একটি ইউটিউব চ্যানেল থেকে গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, ভিডিওটি ড. জাকির নায়েক পাকিস্তানের ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর। 

এরপর প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে পাকিস্তানের গণমাধ্যম ইসলামাবাদ পোস্টের ওয়েবসাইটে গত বছরের ৩০ সেপ্টেম্বর “Renowned scholar Dr. Zakir Naik arrives in Islamabad” শীর্ষক ক্যাপশনে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর ইসলামিক স্কলার ড. জাকির নায়েক পৌঁছেছিলেন। তখন জাকির নায়েককে পাকিস্তানের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সৈয়দ আতাউর রহমান তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। 

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল পাকিস্তানের আরেকটি গণমাধ্যম নিউজ ৯৯। 

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ড. জাকির নায়েকের প্রথমবারের মত বাংলাদেশে আসার কথা রয়েছে। অর্থাৎ, তিনি পূর্বে কখনো বাংলাদেশে আসেননি। 

সুতরাং, ইসলামিক স্কলার ড. জাকির নায়েক গত বছর পাকিস্তানে যাওয়ার ভিডিওকে সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img