গত ১৩ অক্টোবর, শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে চিত্রনায়ক মারুফ যোগ দিয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৬৫ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের মিছিলের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং চিত্রনায়ক কাজী মারুফ শেখ হাসিনাকে দেশে ফেরানোর কোনো আন্দোলনে যোগ দেননি। প্রকৃতপক্ষে, ২০২২ সালে ঢাকায় আওয়ামী লীগের মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে মারুফের উপস্থিতি খুঁজে পাওয়া যায় নি।
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম বৈশাখী টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ ডিসেম্বর ‘ঢাকায় দিনভর আ’লীগের মিছিল-সমাবেশ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল ও সভা সমাবেশ করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর উত্তরা, আবদুল্লাহপুর ও টংগী এলাকায় মিছিল,মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।..’’
উল্লেখ্য, ১০ ডিসেম্বর (২০২২) রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের দাবিসহ ১০ দফা ঘোষণা করে বিএনপি। পূর্বঘোষিত এ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগও পাল্টাপাল্টি কর্মসূচির আয়োজন করে।
এছাড়া, কাজী মারুফের অফিশিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে জানা যায় তিনি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তার সাম্প্রতিক সময়ে দেশে আসার বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে কোনো কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।
সুতরাং, অন্তত ২০২২ সালে রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলন ও কাজী মারুফের যোগদানের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Boishakhi Tv News – ঢাকায় দিনভর আ’লীগের মিছিল-সমাবেশ
- Kazi Maruf – Facebook Page