পুতুল ফরিদপুর-২ আসনে নির্বাচন করবে দাবিতে ডিপফেক ভিডিও প্রচার 

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল ফরিদপুর-২ আসনে নির্বাচন করতে যাচ্ছেন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কথিত পুতুলকে বলতে দেখা যায়, ‘আসসালামু আলাইকুম, আমি ফরিদপুর দুই আসন থেকে নির্বাচন করবো, ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন।’ 

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে

টিকটকে প্রচারিত দাবি দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সায়েমা ওয়াজেদ পুতুল ফরিদপুর-২ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা একটি ভুয়া ভিডিও।

এই বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত সূত্রে এমন তথ্য পাওয়া যায়নি। সায়েমা ওয়াজেদ পুতুল যদি এমন কোনো ঘোষণা দিতেন, তবে তা মূল ধারার গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হতো। কিন্তু তেমনটা দেখা যায়নি। তাছাড়া, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও এমন কোনো বার্তা মেলেনি।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে জানা গেছে, গত ১৬ অক্টোবর ‘Mitol Ahmed Sabuj’ নামের একটি ফেসবুক পেজে এই ভিডিওসহ প্রচারিত প্রথম পোস্টটি পাওয়া গেছে। তবে সেই পোস্টে ভিডিওটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি এবং কোনো বিশ্বস্ত তথ্যসূত্রও উল্লেখ করা হয়নি। বরং ‘0 Television’ নামে একটি কাল্পনিক তথ্যসূত্রের ব্যবহার লক্ষ্য করা গেছে।

Screenshot: Facebook. 

আলোচিত ভিডিওতে এআই-জনিত কিছু অসংগতিও পরিলক্ষিত হয়েছে। ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলের মুখাবয়ব তাদের প্রকৃত চেহারার সঙ্গে পুরোপুরি মেলেনি; বরং মুখে বিকৃতি ও অস্বাভাবিক বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। এছাড়া, ‘মিটল আহমেদ সবুজ’ নামের ফেসবুক পেজটি থেকে পূর্বেও পুতুলকে জড়িয়ে একাধিক এআই তৈরি ডিপফেক ভিডিও প্রচারের নজির (, ) রয়েছে।

আরও অনুসন্ধানে, ‘সংবাদ প্রতিদিন’ নামের একটি ওয়েব পোর্টালে ২০২১ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে একটি ছবি পাওয়া যায়। ওই ছবিতে শেখ হাসিনা ও সায়েমা ওয়াজেদ পুতুলের পরিহিত পোশাক আলোচিত ভিডিওর পোশাকের সঙ্গে মিলে যায়। এছাড়া, ঢাকা ট্রিবিউনের ২০১৮ সালের একটি প্রতিবেদনেও একই পোশাকের ছবি পাওয়া গেছে। প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালের ১৫ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডির সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ছবিতে শেখ হাসিনা ও পুতুলের সঙ্গে ক্যারি কেনেডিকেও দেখা যায়। আলোচিত ছবির সঙ্গে তুলনা করলে বোঝা যায়, এটি ওই ছবির কিছু অংশের কেটে নেওয়া সংস্করণ।

Comparison: Rumor Scanner. 

কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’-এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। বিশ্লেষণে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশের বেশি। 

অর্থাৎ, শেখ হাসিনা ও সায়েমা ওয়াজেদ পুতুলের একটি ছবির ওপর ভিত্তি করে এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ডিপফেক ভিডিওর মাধ্যমে পুতুল ফরিদপুর-২ আসনে নির্বাচন করবে শীর্ষক দাবি প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img