গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্বাক্ষরিত হয় জুলাই জাতীয় সনদ-২০২৫। জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত এ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ ২৫ টি রাজনৈতিক দলের নেতারা উক্ত সনদে স্বাক্ষর করে। জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে সনদ সংশোধনসহ ৩ দফা দাবিতে ‘জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধা’র ব্যানারে অসংখ্য মানুষ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নেন। পরবর্তীতে মঞ্চের সামনে থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাঁধে। যা পরবর্তীতে ব্যাপকতা লাভ করে। এর প্রেক্ষিতে ঘটনার দিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘর্ষের মুহুর্তের একটি ভিডিও প্রচার করা হচ্ছে, যেখানে একজনকে দাবি করতে শোনা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ওই সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দুই জন নিহত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, উক্ত সংঘর্ষের ঘটনা বেশ কয়েকজন আহত হলেও কোনো নিহতের ঘটনা ঘটেনি। আলোচিত ভিডিওতে ওই ব্যক্তির করা দুইজন নিহতের দাবিটি ভিত্তিহীন।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার ইংরেজি গণমাধ্যম The Business Standard এর ফেসবুক পেজে গত ১৭ অক্টোবর উল্লিখিত সংঘর্ষের সময় সরাসরি সম্প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

প্রাপ্ত সংঘর্ষের ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এর ২১ মিনিট ২৪ সেকেন্ড থেকে ২১ মিনিট ৩৬ সেকেন্ডের ফুটেজের সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। এসময় আলোচিত ওই ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দুইজন নিহত হওয়ার দাবি করতে শোনা যায়। তবে সরাসরি সম্প্রচারিত ভিডিওটির কোনো অংশেই নিহত কাউকে দেখাতে দেখা যায়নি।
পরবর্তীতে দাবিটির প্রেক্ষিতে অনুসন্ধানে একাধিক গণমাধ্যমে সেদিনের সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেলেও কোনো নিহতের সংবাদ পাওয়া যায়নি। আহতের দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে। এছাড়াও সর্বশেষ তথ্যানুযায়ী ২৭ জন আহত হওয়ার দাবিতে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। তবে উক্ত প্রতিবেদনেও সংঘর্ষের ঘটনায় কারও নিহত হওয়ার কথা বলা হয়নি।
সুতরাং, জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে ‘জুলাই যোদ্ধাদের’ সাথে সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দুইজন নিহত হওয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- The Business Standard Facebook Post
- Ajker Patrika Website: সংসদ ভবন এলাকায় সংঘর্ষে আহত ২০ জন ঢামেকে
- Jugantor Website: সংসদ ভবন এলাকায় সংঘর্ষ, আহত ২০ ‘জুলাই যোদ্ধা’ হাসপাতালে
- Banglanews24 Website: সংসদ ভবন এলাকায় সংঘর্ষে আহত ২০
Prothom Alo Website: সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ; ভাঙচুর, আগুন