বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ভিডিওকে মিরপুরে শিবির সদস্যদের দ্বারা কুপিয়ে হত্যা দাবিতে প্রচার

সম্প্রতি, “ঢাকা মিরপুর ১০ এ প্রকাশ্যে কু/পি/য়ে হত্যা করেছে শিবিরের ক্যাডাররা” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি শিবির কর্তৃক হত্যার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০১২ সালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে ছাত্রলীগের কিছু সদস্য কর্তৃক কুপিয়ে হত্যার ভিডিওকে সম্প্রতি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ১৪ অক্টোবরে প্রকাশিত একতি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ৪ মিনিট ৩৩ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির ২৫ সেকেন্ড হতে ৩৫ সেকেন্ড সময় পর্যন্ত আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

Video Comparison: Rumor Scanner 

যমুনা টেলিভিশনের এই প্রতিবেদনের বিস্তারিত বর্ণনা জানা যায়, প্রচারিত ভিডিওটি আলোচিত বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের সংগৃহীত ফুটেজ। ২০১২ সালের ডিসেম্বর মাসে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে ছাত্রলীগের হাতে নিহত বিশ্বজিৎ দাসের স্মরণে সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে বলে প্রতিবেদন সূত্রে জানা যায়। 

পরবর্তীতে, জাতীয় দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে গত বছরের ০৯ ডিসেম্বরে বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ভিক্টোরিয়া পার্কে শিবির সন্দেহে নিহত যুবক বিশ্বজিৎ দাস হত্যার মূল অভিযুক্ত ছিলেন তখনকার ছাত্রলীগের নিষিদ্ধ নেতাকর্মীরা। দ্রুতবিচার আদালতে ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হলেও অনেক সাজা পরে কমানো হয়েছে এবং ফাঁসির আদেশ কার্যকর হয়নি। ঘটনাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর নাম জড়ানো ও দীর্ঘ বিচারবঞ্চনার দিকে ইঙ্গিত করে। নিহতের বাবা-মা দাবি করেন, তারা মৃত্যুর আগে ছেলেকে হত্যা করা দুষ্কৃতকারীদের বিচার দেখে যেতে চান। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ছাত্রশিবিরের সদস্যদের দ্বারা কাউকে হত্যার উদ্দেশ্যে হামলার নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। 

সুতরাং, ২০১২ সালে ঢাকায় শিবির সন্দেহে ছাত্রলীগের হাতে প্রকাশ্যে নিহত হওয়া যুবক বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের ভিডিওকে ঢাকার মিরপুরে শিবিরের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img