সম্প্রতি শেখ হাসিনার আজমির শরিফ জিয়ারত দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো 

সম্প্রতি, “আজমী শরীফ জিয়ারত করলেন প্রিয় নেত্রী শেখ হাসিনা” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে ভারত সফরের সময় শেখ হাসিনার আজমির শরিফ জিয়ারতের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে থাকা লোগোর সূত্র ধরে ইলেকট্রনিক গণমাধ্যম ‘SOMOY TV’ এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর ‘আজমির শরিফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ৪৩ সেকেন্ড অংশের হুবহু মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলাদেশ সংবাদ সংস্থার ওয়েবসাইটে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ৮ সেপ্টেম্বর (২০২২) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজস্থানের আজমিরের খাজা গরীবে নেওয়াজ হযরত মঈনুদ্দীন চিশতি (রহ.)-এর দরগা শরীফ জিয়ারত ও প্রার্থনার মাধ্যমে তাঁর চার দিনব্যাপী ভারত সফর সমাপ্ত করেন। তৎকালীন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী সেখানে নফল নামাজ ও মুনাজাতের মাধ্যমে দেশ, জনগণ ও মুসলিম উম্মাহ’র উন্নতি, সমৃদ্ধ ও কল্যাণ কামনা করেন। প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় থাকেন। এ সময় তিনি ফাতিহা পাঠ ও মুনাজাত করেন। এরপর শেখ হাসিনা আজমির শরীফ প্রদক্ষিণ করেন।’

সেসময় অন্যান্য গণমাধ্যমগুলোও এ বিষয়ে সংবাদ (, , ) প্রচার করে।  

সুতরাং, ২০২২ সালে শেখ হাসিনার আজমির শরিফ জিয়ারতের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img