ভারতের সেনাপ্রধানের সাথে জামায়াত নেতা তাহেরের বৈঠক দাবিতে এআই ছবি ব্যবহার করে গণমাধ্যমের ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘নির্বাচন নিয়ে ভারতের সেনাপ্রধানের সাথে জামাতের নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর বৈঠক আজকে রাত ৯.০০টায়’ দাবিতে যমুনা টেলিভিশনের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর ও জামায়াতের ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে জড়িয়ে যমুনা টেলিভিশন এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেন। এমনকি অন্যকোনো গণমাধ্যমও এসংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি ব্যবহার করে যমুনা টেলিভিশনের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টেলিভিশনের লোগো এবং প্রকাশের তারিখ ০৪ অক্টোবর, ২০২৫ উল্লেখ রয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে গত ০৪ অক্টোবর প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করেও উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবি সংবলিত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি দেশিয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো তথ্য মেলেনি।

এছাড়া, পর্যবেক্ষণে আলোচিত দাবির ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়। এছাড়া উক্ত ফটোকার্ডে ব্যবহৃত ছবি ফ্রেমের সাথেও যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের ছবির ফ্রেমের অমিল রয়েছে।

Photocard Comparison By Rumor Scanner 

অর্থাৎ, যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

উল্লেখ্য, এর আগে সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাথে জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের উক্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেটিকে এআই ছবি হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, ‘নির্বাচন নিয়ে ভারতের সেনাপ্রধানের সাথে জামাতের নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর বৈঠক আজকে রাত ৯.০০টায়’ শীর্ষক তথ্যে বা শিরোনামে যমুনা টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র 

  • Rumor Scanner’s own analysis

আরও পড়ুন

spot_img