খাগড়াছড়িতে সেনাবাহিনীর সহায়তায় পাহাড়িদের ওপর বাঙালিদের গুলি চালানোর দাবিতে জুলাই আন্দোলনের ছবি প্রচার

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলশিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জুম্ম ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে গতকাল (২৮ সেপ্টেম্বর) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, সংঘর্ষের সময় সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে বাঙালিরা পাহাড়িদের ওপর গুলি ছোড়ে। প্রচারিত ছবিটিতে দেখা যায়, একজন ব্যক্তি বেসামরিক পোশাকে হেলমেট মাথায় দিয়ে বন্দুক তাক করে গুলি করছেন। 

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি খাগড়াছড়িতে সংঘটিত সংঘর্ষের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি গতবছর কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া সরকার পতনের এক দফা আন্দোলনের সময় চট্টগ্রামের এনায়েতবাজারে ধারণ করা একটি ছবি। 

আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দ্য ডেইলি স্টারের বাংলা সংস্করণের ওয়েবসাইটে ২০২৪ সালের ১৭ আগস্ট ২২ দিনের আন্দোলন, নিহত অন্তত ৬৫০ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Image Comparison by Rumor Scanner 

প্রতিবেদনটি পর্যালোচনা করে এতে আলোচিত ছবিটির সন্ধান পাওয়া যায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ২০২৪ সালের ৪ আগস্ট চট্টগ্রামের এনায়েতবাজারে ধারণ করা হয়েছে। ছবিটিতে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের সমর্থককে গুলি করতে দেখা যাচ্ছে বলেও ক্যাপশনে বলা হয়। 

দৈনিক দেশ রূপান্তরের প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনেও বলা হয় ছবিটি চট্টগ্রামের এনায়েতবাজারের। পাশাপাশি ব্যানার নিউজ নামের আরেকটি গণমাধ্যমের ওয়েবসাইটে একই ঘটনার ভিন্ন আরেকটি ছবির সন্ধান পাওয়া যায়। সেখানেও উল্লেখ করা হয় ছবিটি ২০২৪ সালের ৪ আগস্ট চট্টগ্রামে ধারণ করা হয়েছে। যেখানে আওয়ামী লীগ সমর্থকদের আন্দোলনকারীদের ওপর গুলি করতে দেখা যাচ্ছে।

Collage by Rumor Scanner 

অর্থাৎ, আলোচিত ছবিটি খাগড়াছড়িতে চলমান সংঘর্ষের সময় ধারণ করা নয়। 

সুতরাং, জুলাই গণঅভ্যুত্থানের একটি  ছবিকে খাগড়াছড়িতে পাহাড়িদের ওপর বাঙালিদের গুলি চালানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img