সম্প্রতি, ‘চিকিৎসার জন্য টাকা ছিল না, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন।’ শীর্ষক দাবিতে সোনালী ব্যাংক লিমিটেডের একটি চেক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে মির্জা ফখরুল ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা নেওয়া সংক্রান্ত ভাইরাল চেকটি ভুয়া। প্রকৃতপক্ষে চেকটিতে শেখ হাসিনার ত্রাণ তহবিলের ব্যাংক একাউন্টের নাম ও নাম্বারের মিল না থাকাসহ বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। এছাড়া চেকটি বাংলাদেশ বার কাউন্সিলের প্রণোদনার একটি চেক থেকে সম্পাদনা করা হয়েছে।
এর আগে অনুসন্ধানে আলোচিত চেকটিতে অ্যাকাউন্ট নম্বর, নাম, স্বাক্ষর, সিল সহ একাধিক অসঙ্গতি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
উল্লেখ্য, ২০২৩ সালেও আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।