সম্প্রতি, “চুমু খাওয়া দোষের কিছু না চুমু খেলে মন ভালো থাকে হৃদরোগের ঝুঁকি কমে যায়।” শীর্ষক মন্তব্যটি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমানের দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “চুমু খাওয়া দোষের কিছু না চুমু খেলে মন ভালো থাকে হৃদরোগের ঝুঁকি কমে যায়।” শীর্ষক কোনো মন্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান করেননি এবং কালের কণ্ঠও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি বরং, ভিন্ন প্রেক্ষিতে কালের কণ্ঠের প্রচারিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।