আসন্ন নির্বাচন বিষয়ে রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য দাবিতে পুরোনো বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার

সম্প্রতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের মন্তব্য দাবিতে ‘নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির নতুন বার্তা’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সাম্প্রতিক সময়ে কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিনের সাক্ষাৎকার নেয় একটি ইলেকট্রনিক গণমাধ্যম। উক্ত সাক্ষাৎকারে তার বক্তব্যের একটি খণ্ডিত অংশকে বিভ্রান্তিকরভাবে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম এখন টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি ‘“রাষ্ট্রপতি হবো, জীবনে ভাবিও নি” | President | Mohammed Shahabuddin’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ২০:৪৩ থেকে ২১:১৩ সেকেন্ড পর্যন্ত বক্তব্যের একটি অংশ আলোচিত দাবিটি প্রচার করতে ব্যবহার করা হয়েছে। 

উক্ত ভিডিওতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নিজের অভিজ্ঞতা, রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সেসময়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি ও সাংবিধানিক ধারার কারণে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়ার বিষয়ে কথার এক পর্যায়ে তিনি বলেন, “অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। তো সে অনুযায়ী সেই এগুলা আমি মনে করি, আমি একজন আইনের  আইন জগতে চর্চা করেছি দীর্ঘদিন, যে এখন আর সেই ধারাকে পুনজ্জীবিত করার কোনো সুযোগ আইনত নাই। এবং এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না।”

এই বক্তব্য থেকে ‘তো সে অনুযায়ী সেই এগুলা আমি মনে করি, আমি একজন আইনের  আইন জগতে চর্চা করেছি দীর্ঘদিন’ অংশটি কর্তন করা হয়েছে। এবং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়।’ এবং ‘যে এখন আর সেই ধারাকে পুনজ্জীবিত করার কোনো সুযোগ আইনত নাই। এবং এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না’ অংশ দুটি সংযুক্ত করে ও মিরর ইফেক্ট ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷ 

অর্থাৎ, এটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের নিজস্ব মন্তব্য নয়।

সুতরাং, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের একটি পুরোনো বক্তব্যের খণ্ডিত অংশকে আসন্ন নির্বাচন বিষয়ে তার মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img