আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ছাত্রদলের পুরোনো মিছিলের ভিডিও প্রচার

গত ৯ সেপ্টেম্বর, “রাজধানীর বুকে আবারো প্রকাশ্যে ছাত্রলীগের বিশাল বিক্ষোভ; ইউনুসকে কি বার্তা দিচ্ছে আ.লীগ” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রায় বারো হাজার বার দেখা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ঢাকায় ছাত্রলীগের কোনো বিক্ষোভ মিছিলের নয় বরং ২০২৩ সালে ঢাকার নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স সার্চ করে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’ এর ইউটিউব চ্যানেলে “নয়াপল্টনে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল || 18 may, 2023” শীর্ষক শিরোনামে ২০২৩ সালের ১৮ মে তারিখে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওর বিবরণীতে বলা হয়, গত ১৮ মে, ২০২৩ বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নয়াপল্টনে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিলের দৃশ্য এটি।

পরবর্তীতে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে ২০২৩ সালের ১৮ মে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। 

অনলাইন নিউজ পোর্টাল জনতার আওয়াজের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৮ মে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছিল জাতীয়তাবাদী ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড় থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে ফের নয়াপল্টন কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

অর্থাৎ, সম্প্রতি ঢাকায় ছাত্রলীগের মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২৩ সালে ছাত্রদলের মিছিলের।

উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে ‘শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই, জ্বলবে আগুন ঘরে ঘরে শেখ হাসিনার কিছু হলে, এ্যাকশন এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই’ শীর্ষক একটি ভিন্ন অডিও যুক্ত করা হয়েছে যা ছাত্রদলের মিছিলের ভিডিওটিতে নেই। যা থেকে এটা স্পষ্ট যে, আলোচিত ভিডিওতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এই অডিওটি যুক্ত করা হয়েছে।

সুতরাং, ২০২৩ সালে ঢাকার নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের দৃশ্যকে সম্প্রতি ঢাকায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img