গত ১৪ সেপ্টেম্বর, আজমিরীগঞ্জে আওয়ামী লীগ- বিএনপির সংঘর্ষ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জের আজমিরীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গত ১১ সেপ্টেম্বর বাচ্চাদের ৪০ টাকা পাওনা নিয়ে আধিপত্য বিস্তার কেন্দ্রিক সংঘর্ষের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Amader Habiganj’ নামক ইউটিউব চ্যানেলে গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা বাজারের পাশে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে জাতীয় দৈনিক কালবেলার ওয়েবসাইটে গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিশুদের চল্লিশ টাকা পাওনার জেরে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের মাসুক মিয়া গং ও মুফাচ্ছির মিয়া গংদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, বিগত প্রায় ১০-১২ দিন পূর্বে শিবপাশার যশকেশরী গ্রামের মুফাচ্ছির মিয়ার পক্ষের আলকাছ মিয়ার ছেলে রুবেল মিয়া (১২) একই এলাকার মাসুক মিয়ার পক্ষের নবী মিয়ার ছেলে নাইমের (১৩) কাছে একটি খেলনার ব্যাটারি বিক্রি করে। কিন্তু কয়েকদিন যাওয়ার পর নাইম রুবেলের পাওনা ৪০ টাকা না দেওয়ায় রুবেল নাইমের পিতা নবী মিয়ার কাছে বিষয়টি জানায়। এ নিয়ে দুই পক্ষের মধ্য বাক-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়রা শান্ত করে সালিশের সিদ্ধান্ত নিলেও নবী মিয়ার সঙ্গে আলকাছ মিয়ার ফের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে আরও নিশ্চিত হতে আজমেরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: নুরুল ইসলামের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি জানান, এটি কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে উক্ত ঘটনা ঘটে।
এ বিষয়ে সেসময় অন্যান্য গণমাধ্যমও সংবাদ (১, ২, ৩) প্রচার করা হয়।
অর্থাৎ, ভিডিওটি আজমিরীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনার নয়।
সুতরাং, হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাচ্চাদের ৪০ টাকা পাওনা নিয়ে আধিপত্য বিস্তার কেন্দ্রিক সংঘর্ষের ঘটনাকে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Amader Habiganj – YouTube Video
- Kalbela – চল্লিশ টাকার জন্য দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০