নরেন্দ্র মোদীর বাড়িতে হামলা দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়িতে ছাত্র-জনতা হামলা করছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে কোনো হামলার ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গত জুনে ভারতের পুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘RokhThok Maharashtra News’ এর ইউটিউব চ্যানেলে গত ১৪ জুলাই প্রচারিত একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, পুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গেট বেয়ে উঠে তীব্র আন্দোলন করছে। 

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে গত ১৪ জুলাই প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পুনে বিশ্ববিদ্যালয়ের ফলাফলের প্রক্রিয়ায় ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ তুলেছেন শত শত শিক্ষার্থী। এই প্রতিবাদের অংশ হিসেবে গত ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ে বড় সংখ্যক শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়েছিলেন। ফলাফলে ভুল, গ্রেস মার্কে অনিয়ম এবং স্বচ্ছতার অভাবের কারণে তারা পরীক্ষার বিভাগের কার্যক্রমের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন। ছাত্র সংগঠনগুলোর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের গেটে জোরালো স্লোগান দিয়ে নিজেদের অবস্থান প্রকাশ করেছেন। (অনূদিত)

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদীর বাড়িতে হামলার নয়। 

সুতরাং, গত জুনে ভারতের পুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img