দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। তারা জাকসুর ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস), দুটি যুগ্ম সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২০টি পদে জয় পেয়েছেন।
এরই প্রেক্ষাপটে ‘শিবিরের ভোটচুরির প্রতিবাদে জাবি তে মশাল মিছিল’ ক্যাপশনে একটি মিছিলের ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের ভোট চুরির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো মশাল মিছিল আয়োজিত হয়নি। প্রকৃতপক্ষে, গত জুলাইতে ভিন্ন ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মশাল মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে Chemistry Of Politics নামক ফেসবুক পেজে গত ১৬ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপির এক নেতা নিহত হওয়ার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মশাল মিছিল আয়োজন করে। এটি সেই মিছিলের ভিডিওচিত্র।
উক্ত তথ্যের সূত্র ধরে ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে গত ১৭ জুলাই ‘কক্সবাজারে বিএনপি নেতাকে হ/ত্যা: বিচারের দাবিতে মশাল মিছিল ঢাবি ছাত্রদলের’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:৪২ থেকে ০০:৪৮ সেকেন্ড পর্যন্ত অংশটির সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, কক্সবাজারে বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গত ১৬ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মশাল মিছিল করে। মিছিলটি সেদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রোকেয়া হল-টিএসসির পাশ্ববর্তী এলাকায় এসে শেষ হয়।
একই বিষয়ে মূলধারার গণমাধ্যম আজকের পত্রিকার ওয়েবসাইটে গত ১৬ জুলাই ‘কক্সবাজারে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই ধরণের তথ্য পাওয়া যায়।
সুতরাং, জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ভোট চুরির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা৷
তথ্যসূত্র
- Chemistry Of Politics – Facebook Post
- BVNEWS24 – কক্সবাজারে বিএনপি নেতাকে হ/ত্যা: বিচারের দাবিতে মশাল মিছিল ঢাবি ছাত্রদলের
- আজকের পত্রিকা – কক্সবাজারে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল