জাকসু নির্বাচন ঘিরে জাবিতে শিবির-ছাত্রদলের সংঘর্ষ দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

গত ১১ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রেক্ষিতে “জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ভোট বর্জন করে সংঘর্ষে জরিয়েছে শিবির এবং ছাত্রদল। গৃহযুদ্ধের পথে সোনার বাংলাদেশ” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি জাকসু নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, এটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাবির মধুর ক্যান্টিনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Mahbub Rahman’ নামক ফেসবুক অ্যাকাউন্টে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারিতে প্রকাশিত হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির শিরোনামে দাবি করা হয়, এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতির দৃশ্য। 

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে একই তারিখে অর্থাৎ চলতি বছরের ২৬ ফেব্রুয়ারিতে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ‘বাকেরের সামনে যেভাবে প্রতিবাদ জানালো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা’ শিরোনামে প্রকাশিত এই ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। 

এছাড়া, আলোচ্য বিষয়ে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২৬ ফেব্রুয়ারিতে ‘ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, ঘোষণা ঘিরে বিক্ষোভ–হাতাহাতি’ শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot from Prothom Alo 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা। মূলত এই ঘোষণা ঘিরেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে। 

অর্থাৎ, আলোচিত ভিডিওটি জাকসু নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে সংঘর্ষের দৃশ্যের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। 

এছাড়া, জাকসু নির্বাচন ঘিরে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে এরূপ কোনো সংঘর্ষের ঘটনা ঘটলে গণমাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হতো। তবে এ বিষয়ে দেশিয় মূলধারার গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

উল্লেখ্য, ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম, ভোট কারচুপি ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে ওইদিন বেলা সাড়ে ৩টার দিকে ভোট শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে নির্বাচন বর্জন করে ছাত্রদল। 

সুতরাং, জাকসু নির্বাচন ঘিরে সাম্প্রতিক সময়ে জাবিতে শিবির ও ছাত্রদলের সংঘর্ষের দৃশ্য দাবিতে ঢাবিতে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যকার সংঘর্ষের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img