সাম্প্রতিক সময়ে যমুনার সামনে আওয়ামী লীগের মিছিল দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার 

গত ৯ সেপ্টেম্বর, “অল্প কিছুক্ষণ আগে যমুনার সামনে আওয়ামী লীগের মিছিল” সহ বিভিন্ন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি আওয়ামী লীগেরও কোনো মিছিলের নয়। প্রকৃতপক্ষে, গত মে মাসে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচির ভিডিও এটি।

এ বিষয়ে অনুসন্ধানে কওমি ভিশন নামক ফেসবুক পেজে গত ০৯ মে ‘বিক্ষুদ্ধ ছাত্রজনতা এগিয়ে যাচ্ছে’ ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

উল্লিখিত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে মূলধারার গণমাধ্যম ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে গত ০৮ মে প্রকাশিত একটি পোস্টে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশনে এটি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে হাসনাত আব্দুল্লাহর ডাকে অবস্থান কর্মসূচির চিত্র বলে উল্লেখ করা হয়। 

উক্ত তথ্যের সূত্র ধরে জানা যায়, গত ০৮ মে রাত ১০ টার পর থেকে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এ কর্মসূচিতে অংশ নিয়েছে এনসিপি, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, জুলাই ঐক্যসহ বিভিন্ন সংগঠন। 

অর্থাৎ, আলোচিত ভিডিওটি আওয়ামী লীগের কোনো মিছিলের নয়।

এছাড়া, পূর্বেও আওয়ামী লীগের মিছিল দাবিতে একই ভিডিওটি প্রচার করা হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

সুতরাং, গত ৯ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগের মিছিলের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img