শেখ হাসিনাকে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করেননি

সম্প্রতি ‘Tamanna Akhter Yesman’ নামক একটি ফেসবুক প্রোফাইল থেকে ‘বৈধ প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা করেছেন মিশরের প্রেসিডেন্ট আল সিসি।…’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷ একই ভিডিওটি আরও বেশকিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকেও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করেননি। প্রকৃতপক্ষে, ২০১৯ সালের ইয়েমেনের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মঈন আব্দুল আব্দুলমালিক সংযুক্ত আরব আমিরাত সফরের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইয়েমের গণমাধ্যম Al-Ghad Al-Mashreq এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ১৪ জুন জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়৷ 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়- ‘প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে তার সফল সফর শেষ করেছেন। (আরবি থেকে অনূদিত)’, যা দ্বারা ইয়েমেনের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মঈন আব্দুলমালিককে বোঝানো হয়েছে৷ 

পরবর্তীতে, ইয়েমেনের আরেক গণমাধ্যম Alwaqa Aljadeed এর ওয়েবসাইটে ১৫ জুন ‘প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে তার সফল সফর শেষ করেছেন। (আরবি থেকে অনূদিত)’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই চিত্র ও তথ্য পাওয়া যায়৷ 

উল্লেখ্য, Tamanna Akhter Yesman নামে পরিচালিত এই ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া। সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমিরর ছবি ব্যবহার করে এই ভুয়া অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা নিয়ে গত ১৯ জুন বিস্তারিত ফ্যাক্টস্টোরি প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img