ডাকসু ভিপি প্রার্থী শামীম হোসেনের ওপর হামলার এই দাবিটি ভুয়া

আজ (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন শামীম হোসেন। এরই প্রেক্ষিতে আহত অবস্থায় শামীম হোসেনের ধারণকৃত একটি ছবি আজ (৯ সেপ্টেম্বর) অন্তত সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হয়েছে, ডাকসু ভিপি প্রার্থী শামীম হোসেনের ওপর হামলা করা হয়েছে এবং ছবিতে তাকে হামলায় আহত অবস্থায় দেখা যাচ্ছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চলমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া শামীম হোসেনের ওপর এই প্রতিবেদন প্রকাশ অবধি হামলার কোনো ঘটনা ঘটেনি৷ প্রকৃতপক্ষে, প্রচারিত ছবিটি ডেঙ্গু ও দুর্ঘটনার শিকার হওয়ার পরের ছবি হিসেবে শামীম হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে প্রায় ৩ মাস আগে গত ৫ জুন পোস্ট করেছেন।

আলোচিত দাবিতে প্রচারিত শামীম হোসেনের আহত অবস্থার ছবিটির বিষয়ে অনুসন্ধানে শামীম হোসেনের ফেসবুক অ্যাকাউন্টে গত ৫ জুন প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে একটি ছবির সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

ছবিটির প্রেক্ষাপট সম্পর্কে ক্যাপশনে লেখা হয়, ‘Dengue + Accident আর কী কী কপালে আছে কে জানে’।

এছাড়াও, শামীম হোসেনের ফেসবুক অ্যাকাউন্টে একইদিনে আরেকটি ছবির সংযুক্তিসহ আরো একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়। উক্ত ছবিটিতে প্রদর্শিত শামীম হোসেনের পোশাক ও অবস্থার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল পাওয়া যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং গত জুন মাসের। সেসময় শামীম হোসেন ডেঙ্গু ও দুর্ঘটনায় আহত হওয়ার প্রেক্ষিতে আলোচিত ছবিটি পোস্ট করেন।

পরবর্তীতে সাম্প্রতিক সময়ে শামীম হোসেনের ওপর হামলার দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ৬ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্রে জানা যায়, “ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শারীরিক হামলা করা হতে পারে, এমন আশঙ্কায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডাকসুর আলোচিত ভিপিপ্রার্থী শামীম হোসেন। শনিবার (৬ সেপ্টেম্বর) এই জিডির আবেদন করেন শামীম। তার বিরুদ্ধে অব্যাহত মিথ্যা ও বানোয়াট প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।” 

সুতরাং, ডাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া শামীম হোসেনের ওপর হামলার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img