ডাকসু নির্বাচনে জাল ভোট দেওয়ার দৃশ্য দাবিতে ফেনীর পুরোনো ভিডিও প্রচার

আজ ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হয়েছে। এই প্রেক্ষাপটে, ভোটকেন্দ্রে দ্রুত গতিতে ব্যালটে সিল মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ডাকসু নির্বাচনের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটি ডাকসু নির্বাচনের নয়। বরং, এটি ২০২৪ সালের ৫ জুন ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার দৃশ্য।

এই বিষয়ে অনুসন্ধানে ফেনী টিভি নামের স্থানীয় এক গণমাধ্যমে ২০২৪ সালের ৫ জুন প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে উল্লেখ অনুযায়ী, এটি ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের দৃশ্য। 

একই দিনে ‘Feni Live – ফেনী লাইভ’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি প্রচার করে বলা হয়, এটি ছাগলনাইয়ার হিছাছরা স্কুল ভোটকেন্দ্রে ব্যালটে সিল মারার দৃশ্য।

Comparison: Rumor Scanner. 

এছাড়া, দৈনিক আমার দেশের ফেনী প্রতিনিধি এস এম ইউসুফ আলীও সেসময় ফেসবুকে একই ভিডিও শেয়ার করে উল্লেখ করেন, এটি ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের হিছাছরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০২৪ সালের ৫ জুন জাল ভোট দেওয়ার দৃশ্য।

এ বিষয়ে ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন যে, ভিডিওটি ২০২৪ সালের ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের। তিনি জানান, এটি তার এক সহকর্মীর মোবাইলে ধারণ করা হয়েছিল।

প্রথম আলোর ২০২৪ সালের ৫ জুনের এক প্রতিবেদনে বলা হয়, ওই নির্বাচনে জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। একইদিনের ঢাকা পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাল ভোট দেওয়ার অভিযোগে ছয়জনকে আটকও করা হয়েছিল।

সুতরাং, ডাকসু নির্বাচনে জাল ভোটের দৃশ্য দাবিতে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img