ডাকসু নির্বাচনের আগে ঢাবিতে পুলিশ-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়ার দাবিটি ভুয়া

আজ ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ডাকসুর ইতিহাসে এটি ৩৮তম নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে, নির্বাচনের আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে ঘিরে পুলিশের সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়ার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, এ দাবিতে ছড়ানো ভিডিওটি গত বছরের ২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার দৃশ্য।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওতে ‘PinBoard’ লেখা একটি জলছাপ দেখা যায়। অনুসন্ধানে একই নামের ফেসবুক পেজে ২০২৪ সালের ২৩ অক্টোবর প্রকাশিত হুবহু একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, এটি রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে পুলিশ, সেনাবাহিনী ও ছাত্র-জনতার ধাওয়া-পাল্টাধাওয়ার দৃশ্য।

এছাড়া, ২০২৪ সালের ২২ অক্টোবর যায়যায়দিনের ফেসবুক পেজেও একই দৃশ্য সংবলিত ভিডিও পাওয়া যায়। ক্যাপশনে উল্লেখ করা হয়, ভিডিওটি বঙ্গভবনে পুলিশ ও জনতার ধাওয়া-পাল্টাধাওয়ার দৃশ্য।

Comparison: Rumor Scanner. 

কালবেলায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২২ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেন জুলাই-আগস্টে আহত ছাত্রদের সংগঠন রক্তিম জুলাইয়ের সদস্যরা। রাত সাড়ে ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে, ফলে তারা ছত্রভঙ্গ হয় এবং কয়েকজন আহত হন। এক পুলিশ সদস্যও মারধরের শিকার হন। 

অন্যদিকে, গতকাল (৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়ার কোনো তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবিতে পুলিশ-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img